সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে আগেই সুখবর এল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। আরও ২ শতাংশ ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার এই সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক ছিল। বৈঠকে সভাপতিত্ব করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রিসভার বৈঠকেই নতুন মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়।
[অবশেষে নোট বাতিলের রিপোর্ট পেশ, ব্যর্থতাতেই ‘শিলমোহর’ আরবিআইয়ের]
মোদী সরকারের এই সিদ্ধান্তের ফলে সুবিধা পাবেন ৪৮ লক্ষ ৪১ হাজারেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬২ লক্ষে ৩ হাজারেরও বেশি পেনশনভোগী। বর্তমানে তাঁরা মূল বেতনের ৭ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। নয়া সিদ্ধান্তের ফলে তাঁদের ৯ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। গত মার্চ মাসেই ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। সেসময় ৫ শতাংশ থেকে বাড়িয়ে কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৭ শতাংশ করা হয়েছিল। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত কার্যকর করা হল বলে জানিয়েছে কেন্দ্র। গত জুলাই মাস থেকেই বর্ধিত হারে বেতন এবং পেনশন পাবেন সুবিধাভোগীরা। নতুন সিদ্ধান্ত ঘোষণার ফলে প্রতি আর্থিক বার্ষিক ৬ হাজার ১১২ কোটি টাকা অতিরিক্ত গুনতে হবে কেন্দ্রকে। এই আর্থিক বছরের বাকি ৮ মাসে কেন্দ্রকে গুনতে হবে অতিরিক্ত ৪ হাজার ৭৪ কোটি টাকা।
[বাম বুদ্ধিজীবীদের গ্রেপ্তারিতে তুঙ্গে রাজনীতি, রাহুলকে পালটা আক্রমণ বিজেপির]
লোকসভা ভোটের আগে এই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত বিজেপির জন্য বেশ কার্যকরী হতে পারে। কারণ পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ এখনও পরিশোধ করতে পারেনি রাজ্য সরকার। লাগু হয়নি সপ্তম বেতন কমিশনও। সেই সমস্ত রাজ্যগুলিতে সরকারের উপর বীতশ্রদ্ধ হয়ে রাজ্য সরকারি কর্মীরাও বিজেপির দিকে ঝুঁকতে পারেন বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিমুদ্রাকরণের রিপোর্টে অস্বস্তির দিনই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত মোদি সরকারকে কিছুটা হলেও ফ্রন্টফুটে এগিয়ে দিল।