shono
Advertisement
Ration Dealers

রেশন ডিলারদের কমিশন বাড়াতে সম্মতি কেন্দ্রের, তবে বৃদ্ধির পরিমাণ অজানাই

ফের আন্দোলনের হুঁশিয়ারি।
Published By: Subhodeep MullickPosted: 09:51 AM Dec 28, 2025Updated: 01:10 PM Dec 28, 2025

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: দেশজুড়ে হওয়া আন্দোলনের পর অবশেষে রেশন ডিলারদের দাবি মেনে, তাদের কমিশন বৃদ্ধিতে সহমত হল কেন্দ্র। যদিও সেই বৃদ্ধি কতখানি হবে, তা নিয়ে কিছু খোলসা করা হয়নি।

Advertisement

ডিলারদের দীর্ঘদিনের দাবি মেনে মাসিক ন্যূনতম ৫০ হাজার টাকা আয় সুনিশ্চিত না হলে ১৫ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স' ফেডারেশন। এদিন দিল্লিতে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, "জাতীয় খাদ্য সুরক্ষা আইন মোতাবেক প্রতি তিন বছর অন্তর আমাদের কমিশন বাড়ানোর কথা। ২০১৯ সালে কিছুই হয়নি। ২০২২ সালে কেজি প্রতি মাত্র ২০ পয়সা বেড়েছিল। এবার ওরা বলেছে বাড়াবে। বাজেট পেশের দিন পর্যন্ত দেখব। না হলে ১৫ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে আন্দোলন শুরু হবে।"

৭ জানুয়ারি থেকে হায়দরাবাদে সংস্থার জাতীয় কর্মসমিতির বৈঠক। সেখানেই আন্দোলনের রূপরেখা তৈরি হয়ে যাবে বলে জানা গিয়েছে। গুজরাট সরকার ইতিমধ্যে রেশন ব্যবস্থার বদলে ফুড কুপন ও সরাসরি নগদ হস্তান্তর শুরু করেছে। এবার দেশজুড়ে তা চালু করতে চাইছে কেন্দ্র। এর বিরোধিতা করছে সংগঠন। তাদের দাবি, রেশন ব্যবস্থা তুলে দিতে চায় কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশজুড়ে হওয়া আন্দোলনের পর অবশেষে রেশন ডিলারদের দাবি মেনে, তাদের কমিশন বৃদ্ধিতে সহমত হল কেন্দ্র।
  • যদিও সেই বৃদ্ধি কতখানি হবে, তা নিয়ে কিছু খোলসা করা হয়নি।
Advertisement