shono
Advertisement

কমল উৎপাদন শুল্ক, সস্তা হল পেট্রল-ডিজেল

অর্থমন্ত্রক জানিয়েছে, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের স্বার্থে। The post কমল উৎপাদন শুল্ক, সস্তা হল পেট্রল-ডিজেল appeared first on Sangbad Pratidin.
Posted: 08:26 AM Oct 04, 2017Updated: 02:56 AM Oct 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দৈনিক পেট্রল-ডিজেলের দাম ওঠা নামার ব্যবস্থার পর থেকেই দাম ক্রমাগত বাড়ছিল। পাল্লা দিয়ে বাড়ছিল রান্নার গ্যাসের দামও। ক্রমাগত দাম বৃদ্ধিতে ক্ষোভ বাড়ছিল। এবার সেসব বিবেচনা করেই পেট্রল ও ডিজেলের ক্ষেত্রে উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র ফলে অনেকটাই সস্তা হল এই দুই পেট্রপণ্য।

Advertisement

 মোদির নামে মন্দির গড়ছেন প্রাক্তন আমলা, থাকবে ১০০ ফুট উঁচু মূর্তিও ]

জুন মাস থেকে পেট্রল ও ডিজেলের দাম ক্রমাগত বেড়েছে বলেই অভিযোগ। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রাখতে গিয়েই মূল্যবৃদ্ধি হয়েছে প্রায় ৮ শতাংশ। এই বৃদ্ধির হার রুখতেই এবার উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। লিটারপিছু ২ টাকা করে কমছে শুল্ক। পেট্রপণ্যের দাম বৃদ্ধি নিয়ে এর আগে একাধিকবার কড়া সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। কেন হু-হু করে দাম বাড়ছে তার জবাবও চেয়েছিল বিরোধীরা। এদিকে হারিকেনের প্রভাবে আন্তর্জাতিক বাজারের তেলের দাম তো কমেইনি, উলটে বেড়েছে। ফলে সঙ্গতি রাখতে গেলে দেশেও দাম বাড়াতে হত। তাতে ক্ষোভ বাড়ত বই কমত না। সেই প্রেক্ষিতেই শুল্ক কমানোর সিদ্ধান্ত। অর্থমন্ত্রকের তরফে তাই এই সিদ্ধান্তকে ‘সাধারণ মানুষের স্বার্থে’ বলেই ব্যাখ্যা করা হয়েছে। কিছুদিন আগেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন, পেট্রল ও ডিজেলেও জিএসটি চালু করার সময় এসেছে। তবে তা কবে হবে এখনও স্থির হয়নি। এর মধ্যেই দাম কমায় অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ। মঙ্গলবার মধ্যরাত থেকেই চালু হয়েছে এই নিয়ম।

 

 

The post কমল উৎপাদন শুল্ক, সস্তা হল পেট্রল-ডিজেল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার