shono
Advertisement

মুসলিম বিদ্বেষী বিজ্ঞাপন দিয়ে গ্রেপ্তার চেন্নাইয়ের এক বেকারি মালিক

নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। The post মুসলিম বিদ্বেষী বিজ্ঞাপন দিয়ে গ্রেপ্তার চেন্নাইয়ের এক বেকারি মালিক appeared first on Sangbad Pratidin.
Posted: 01:46 PM May 10, 2020Updated: 11:09 AM May 16, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম বিদ্বেষী বিজ্ঞাপন দিয়ে গ্রেপ্তার চেন্নাইয়ের এক বেকারির মালিক। অভিযুক্ত বেকারির মালিক সোশ্যাল মিডিয়ায় দোকানের বিজ্ঞাপন দেওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। ফলে থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তের বিরুদ্ধে।

Advertisement

চেন্নাইয়ের টি নগরের পার্থসারথি পুরমে অনলাইনেই বেকারির ব্যবসা করেন এক জৈন সম্প্রদায়ের ব্যক্তি। লকডাউনের জেরে বেশিরভাগ দোকান বন্ধ থাকায় তিনি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসার পসার বৃদ্ধির চেষ্টা করেন। তাই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিতে গিয়ে বিজ্ঞাপণে মুসলিম বিদ্বেষী বক্তব্য লেখায় সকলের রোষাণলের শিকার হন। বিপণীর মালিক লেখেন, “জৈনদের দিয়ে বানানো হয়, এখানে কোনও মুসলিম কর্মীরা কাজ করেন না (Made by Jains on order. No Muslim staff)।” বিপণি মালিকের এই বিজ্ঞাপন দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ফলে বেকারি মালিকের বিরুদ্ধে ওঠে সমালোচনার ঝড়। প্রশ্ন ওঠে, লকডাউনের আবহে যেখানে প্রধানমন্ত্রী-সহ প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা জাতি-ধর্ম-বর্ণের উর্ধ্বে গিয়ে সকলকে এক হয়ে কাজ করার পরামর্শ দিচ্ছেন সেখানে কী করে একজন বেকারি মালিক শুধুমাত্র নিজের ব্যবসার বৃদ্ধিতে মুসলিম বিরোধী বিজ্ঞাপন দিতে পারেন? স্থানীয় থানায় অভিযুক্তের বিরুদ্ধে জাতি বিদ্বেষী বিজ্ঞাপন দিয়ে হিংসা ছড়ানোর অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। করোনার মত মারণ ভাইরাস প্রতিরোধে দেশের প্রতিটি নাগরিককে হিংসার মনোভাব ত্যাগ করে একত্রিত হয়ে কাজ করার জন্য বার বার আহ্বান জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

[আরও পড়ুন:২১ দিনের জন্য পুরোদমে লকডাউন জারি বনগাঁয়, বন্ধ থাকবে ওষুধের দোকানও]

গত মাসেই চেন্নাইয়ের মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের একশো জন প্রাক্তন আমলা চিঠি লেখেন। তাঁরা অনুরোধ করেন করোনা আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর অত্যাচার বন্ধ করতে। মানুষের মন থেকে ‘মুসলিমরাই করোনা সংক্রমণের উৎস’ এই ধারণা দূর করা প্রয়োজন বলে জানান। কারণ কোনও রোগ সংক্রমণের পূর্বে কোনও মানুষের জাত বা ধর্ম দেখে না। সেখানে সকলেই এক।

[আরও পড়ুন:নেপাল-বাংলাদেশে আটকে ভারতীয়রা, ফেরাতে উদ্যোগ পাহাড়ের বিজেপি নেতৃত্বের]

The post মুসলিম বিদ্বেষী বিজ্ঞাপন দিয়ে গ্রেপ্তার চেন্নাইয়ের এক বেকারি মালিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement