shono
Advertisement

Breaking News

Mid Day Meal

জোটেনি পাতাও, ছেঁড়া কাগজে মিড ডে মিল খাচ্ছে পড়ুয়ারা! বিজেপিশাসিত মধ্যপ্রদেশে অমানবিক ছবি

ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে।
Published By: Kousik SinhaPosted: 07:50 PM Nov 08, 2025Updated: 07:50 PM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থালা তো দূর, জোটেনি পাতাও। ছেঁড়া কাগজের টুকরোর ওপরেই মিড ডে মিল খাচ্ছে পড়ুয়ারা। সম্প্রতি মধ্যপ্রদেশের একটি সরকারি স্কুলের ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র। ক্ষোভ ছড়ায় সমাজমাধ্যম জুড়ে। এরপরেই নড়েচড়ে বসেছে মধ্যপ্রদেশ প্রশাসন। বরখাস্ত করা হল ওই স্কুলের প্রিন্সিপালকে। একইসঙ্গে ওই স্কুলের মিড ডে মিলের দায়িত্বে যে সংস্থা ছিল তাঁদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। কেন এমনভাবে মিড ডে মিল পরিবেশন করা হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও খবর। কিন্তু বিজেপিশাসিত রাজ্যে সরকারি স্কুলগুলির অবস্থা কতটা শোচনীয় তা এই ঘটনায় প্রমাণ বলছে রাজনৈতিকমহল।

Advertisement

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শেওপুর জেলার বিজয়পুর ব্লকের হুলপুর গ্রামে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, টিফিন টাইমে সার দিয়ে স্কুলের কচিকাঁচারা লাইন দিয়ে বসে রয়েছে। তাঁদের সামনে নেই কোনও থালা। রয়েছে শুধুই ছেঁড়া কাগজ। আর তাতেই কাউকে দেওয়া হচ্ছে রুটি আবার কাউকে ভাত! এখানেই শেষ নয়, ভাইরাল ভিডিওতে আরও দেখা যাচ্ছে, পড়ুয়াদের খেতে দেওয়া হয়েছে একেবারে খোলা আকাশের নিচে। নেই কোনও ছাউনিও। যদিও ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

কিন্তু এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। কতটা অবহেলা এবং অমানবিক হলে এমনভাবে পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হয় সমাজমাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন। ভিডিওটি নজরে আসে মধ্যপ্রদেশ জেলা প্রশাসনেরও। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে শেওপুর জেলা কালেক্টর অর্পিত বর্মা জানান, ''বিষয়টি নজরে আসতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কুলের দায়িত্বে থাকা প্রিন্সিপালকেও বরখাস্ত করা হয়েছে।'' শুধু তাই নয়, খাবার পরিবেশনের দায়িত্বে থাকা সংস্থাকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা আধিকারিক। বলে রাখা প্রয়োজন, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে আগে ক্ষমতায় থাকা বিজেপি তাদের ইস্তেহারে মিড ডে মিলের মান উন্নতির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা যে প্রতিশ্রুতিই থেকে গিয়েছে তা এই ঘটনায় স্পষ্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছেঁড়া কাগজের টুকরোর ওপরেই মিড ডে মিল খাচ্ছে পড়ুয়ারা। সম্প্রতি মধ্যপ্রদেশের একটি সরকারি স্কুলের ভিডিও ভাইরাল হয়।
  • যা নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র।
  • এরপরেই নড়েচড়ে বসেছে মধ্যপ্রদেশ প্রশাসন।
Advertisement