shono
Advertisement

Breaking News

Russia-Ukraine War: ‘পুতিনকে কি যুদ্ধ থামাতে বলব?’ভারতীয়দের উদ্ধার মামলায় প্রশ্ন দেশের প্রধান বিচারপতির

রুশ হামলায় তছনছ হয়ে যাওয়ায় ইউক্রেনে আটকে বহু ভারতীয় পড়ুয়া।
Posted: 01:08 PM Mar 03, 2022Updated: 04:49 PM Mar 03, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ হামলায় তছনছ হয়ে যাওয়ায় ইউক্রেনে (Ukraine Crisis) আটকে ভারতীয় পড়ুয়ারা। তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের হয়েছে। বৃহস্পতিবার সেই আরজির শুনানি চলাকালীন দেশের প্রধান বিচারপতির এন ভি রামানার (N V Ramana) প্রশ্ন, “আমি কি পুতিনকে যুদ্ধ থামাতে বলব?”

Advertisement

সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্ট চোখে পড়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। যেখানে দেশের প্রধান বিচারপতির উদ্দেশে প্রশ্ন ছুঁড়ছেন নেটিজেনরা। জানতে চাওয়া হয়েছে ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের দ্রুত ফেরাতে কী ভূমিকা নিয়েছেন প্রধান বিচারপতি? সেই পোস্টগুলিতে প্রশ্ন করা হয়েছে, কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেন্দ্রকে কোনও নির্দেশ দিচ্ছেন না? এদিন শুনানি চলাকালীন সেই পোস্টের প্রসঙ্গ টেনে আনেন রামানা। নেটিজেনদের উদ্দেশে তাঁর পালটা প্রশ্ন, “আমি কি পুতিনকে যুদ্ধ থামাতে বলব?”

[আরও পড়ুন: রাশিয়াকে সমর্থনের সাজা! বাড়ি থেকে অপহরণ করে ইউক্রেনের মেয়রকে খুন]

বিচারপতি এন ভি রামানা আরও বলেন, “ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের প্রতি সমবেদনা রয়েছে। কিন্তু আমরা কী করব? কেন্দ্রও তাঁদের ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করছে।” পিটিশন দায়েরকারীর আইনজীবী এদিন আদালতে জানিয়েছেন, পোল্য়ান্ড এবং হাঙ্গেরি থেকে উদ্ধাকারী বিমান চলাচল করছে। রোমানিয়া থেকে বিমান চালানো হচ্ছে না। অথচ রোমানিয়া সীমান্তে বহু ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন। তাঁদের মধ্যে মহিলারাও রয়েছেন। অথচ সেখানে কোনওরকম সুযোগ সুবিধা নেই। এই তথ্য জানার পরই শীর্ষ আদালত আটক পড়ুয়াদের দ্রুত সাহায্য়ের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালকে।

 

উল্লেখ্য, ইউক্রেন থেকে ভারতীয় মেডিক্যাল পড়ুয়াদের ফিরিয়ে আনতে সচেষ্ট কেন্দ্র। শুরু হয়েছে ‘অপারেশন গঙ্গা’। চালানো হচ্ছে বায়ুসেনার বিশেষ বিমানও। ইতিমধ্যে সাড়ে তিন হাজার পড়ুয়াদের ফেরানো হয়েছে। আজ বিভিন্ন প্রান্ত থেকে ৬টি বিমান পড়ুয়াদের নিয়ে দেশে ফিরতে চলেছে বলে খবর। তারপরেও প্রায় ৮ হাজার পড়ুয়া ইউক্রেনে এখনও আটকে বলে খবর সরকারি সূত্রে। 

[আরও পড়ুন: রুশ গোলায় ছারখার ঢাকার পণ্যবাহী জাহাজ, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রাণ গেল বাংলাদেশির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement