shono
Advertisement

স্কলারশিপের টাকার দাবিতে আন্দোলন, নিরাপত্তারক্ষীদের হাতে মার খেলেন JNU-র পড়ুয়ারা

ভাইরাল হয়েছে মারধরের ভিডিও।
Posted: 07:37 PM Aug 22, 2022Updated: 07:47 PM Aug 22, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কলারশিপের টাকা দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদে মারধর চালানোর অভিযোগ উঠল জেএনইউ (JNU) কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গিয়েছে, বিজেপির পড়ুয়া সংগঠন এবিভিপির (ABVP) অন্তত ছ’জন সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন। অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। ছাত্রদের তরফে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে। গোটা ঘটনা প্রসঙ্গে কোনও বিবৃতি দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে।

Advertisement

জানা গিয়েছে, প্রায় দু’বছর ধরে পড়ুয়াদের স্কলারশিপের (JNU Clash) টাকা আটকে রয়েছে। সেই টাকা পাওয়ার দাবিতে সোমবার সকালে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। ঘটনাস্থলের কিছু ছবি দেখে বোঝা যাচ্ছে, নিরাপত্তারক্ষীর পোশাক পরা কয়েকজন ব্যক্তি পড়ুয়াদের আটকে রাখার চেষ্টা করছেন। আরও দেখা গিয়েছে, মাটিতে চাপ চাপ রক্ত লেগে রয়েছে। কাঁচ ভেঙে পড়ে রয়েছে বলেও দেখা গিয়েছে।

[আরও পড়ুন: বিহারে জাতীয় পতাকা হাতে চাকরিপ্রার্থীদের প্রতিবাদ,বিক্ষোভকারীকে বেধড়ক মার জেলাশাসকের]

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এবিভিপি প্রেসিডেন্ট রোহিত কুমার বলেছেন, “এই দপ্তরে আগে ১৭ জন কর্মচারী ছিলেন। সেটা কমতে কমতে এখন চারে এসে ঠেকেছে। সেই কারণেই পড়ুয়াদের স্কলারশিপ পেতে সমস্যা হচ্ছে। সেই কারণেই আমরা প্রতিবাদ করেছিলাম।” জখম পড়ুয়াদের অনেকেরই মত, ইচ্ছাকৃত ভাবে তাঁদের মারধর করা হয়েছে। আগে থেকেই তাঁদের টার্গেট করে রাখা হয়েছিল বলে দাবি করেছেন পড়ুয়ারা।

সেই সঙ্গে পড়ুয়ারা আরও জানিয়েছেন, অধিকাংশ সময়েই নিরাপত্তারক্ষীরা পড়ুয়াদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তাছাড়াও অহেতুক কারণে মিথ্যা কথা বলে নিরাপত্তারক্ষীরা। পড়ুয়াদের সমস্যার কথা জেনেও সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে সেই বার্তা পৌঁছে দেয় না। এই অশান্তি শুরু হওয়ার পরে এবিভিপির পড়ুয়াদের তরফে বলা হয়েছে, স্কলারশিপের টাকা হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন ছেড়ে নড়বেন না তাঁরা। সেই সঙ্গে দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানানো হবে। তবে গোটা ঘটনা নিয়ে কোনও কথা বলেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: অ-স্থানীয়দের ভোটাধিকার: সর্বভারতীয় দলগুলির কাছে সাহায্য প্রার্থনা আবদুল্লা-মুফতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement