সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাদশ শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল একদল নাবালকের বিরুদ্ধে। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির ত্রিলোকপুরিতে। মৃতের নাম মোহিত। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৬ জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ব্যক্তিগত শত্রুতার জেরেই ওই কিশোরকে খুন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সন্ধ্যায় ত্রিলোকপুরি এলাকায় ওই মোহিতকে ঘিরে ধরে একদল নাবালক। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ক্রমে তা পরিণত হয় হাতাহাতিতে। অভিযোগ, মাটিতে ফেলে মোহিতকে বোধড়ক মারধর করে অভিযুক্তরা। লাথি, ঘুঁসি মেরে রক্তাক্ত করে দেওয়া তাঁকে। নাবালকদের থামাতে গেলে এক প্রত্যক্ষদর্শীকেও তারা মারধর করে বলে অভিযোগ। এরপরই নাবালকরা সেখান থেকে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় নাবালককে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের তরফ থেকেই যোগাযোগ করা হয় পুলিশে।
রাতের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে আক্রান্ত কিশোরকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সেখানেই মৃত্যু হয় তাঁর। ঘটনার তদন্তে নেমে ৬ অভিযুক্তকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, তারা প্রত্যেকেই নাবালক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই তাঁকে খুন করা হয়েছে। তবে দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
