shono
Advertisement
Commercial LPG cylinder price

বছরের শুরুতেই দুঃসংবাদ, একধাক্কায় অনেকটা বাড়ল গ্যাসের দাম, কলকাতায় নতুন দাম কত?

Published By: Subhajit MandalPosted: 09:15 AM Jan 01, 2026Updated: 09:19 AM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ। একধাক্কায় অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ১৯ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম বাড়ছে ১১১ টাকা করে। ফলে চাপ বাড়ল রেস্তরাঁ এবং গাড়ির মালিকদের।

Advertisement

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। সেই মতোই নতুন বছরের প্রথম দিন দাম বাড়ানো হল। শুক্রবার থেকে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ১৬৮৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৯৫ টাকা। দিল্লিতে আগে যেখানে দাম ছিল ১৫৮০.৫০ টাকা, সেটা বেড়ে বর্তমানে হয়েছে ১৬৯১.৫০ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম ১৬৪২.৫০ টাকা। চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাসের নতুন দাম ১৭৩৯.৫০ পয়সা।

ফাইল ছবি।

বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত। বলে রাখা ভালো, ২০২৪ সালের মার্চ মাসে নারী দিবসে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর মাসের পর মাস রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়নি। গত এপ্রিলে একধাক্কায় ৫০ টাকা দাম বাড়ায় কেন্দ্র। যার জেরে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ে মধ্যবিত্তরা। তারপর আর দামে হেরফের হয়নি। নতুন বছরেও কলকাতার ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য থাকছে ৮৭৯ টাকা।

সাধারণত হোটেল-রেস্তরাঁ ও ক‌্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ‌্যাস ব‌্যবহার হয়। মূল‌্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ‌্যাসের দাম ফের বাড়ায় নিঃসন্দেহে তা চাপ বাড়াবে ব্যবসায়ীদের। ফের একদফা বাণিজ্যিক গ‌্যাসের দাম। চাপে পড়বেন LPG চালিত গাড়ির মালিকরাও। ফলে সাধারণ মানুষের উপরও পরোক্ষে মূল্যবৃদ্ধির চাপ এতে খানিকটা বাড়ল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ।
  • একধাক্কায় অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম।
  • তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ১৯ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম বাড়ছে ১১১ টাকা করে।
Advertisement