সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ভগবান রামের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন হাত শিবিরের নেতা নানা পাটোলে। তাঁর কথায়, “রাহুল ভগবান রামের সমান। তিনি রামের আর্দশে অনুপ্রাণিত হয়েই কাজ করছেন।” কংগ্রেস নেতার এহেন মন্তব্যের পরই ফুঁসে উঠেছে বিজেপি। হাত শিবিরকে পালটা কটাক্ষ করে বিজেপি বলেছে, “ওরা উন্মাদ প্রো ম্যাক্স।”
অযোধ্যার রাম মন্দির নির্মাণের পর থেকে এখনও পর্যন্ত সেখানে পা রাখেননি রাহুল। এই নিয়ে বারবার প্রশ্ন ওঠে। সেরকমই একটি প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা পাটোলে বলেন, “রাহুল ভগবান রামের কাজ করছেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, “ভগবান রামের কাজ ছিল নির্যাতিত ও বঞ্চিতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। রাহুল একই একই কাজ করছেন। তিনি রাম মন্দিরে গিয়ে ছবি তোলার পরিবর্তে সেবা করতে পছন্দ করেন।”
রাম মন্দিরে না যাওয়া নিয়ে রাহুলকে একাধিকবার কটাক্ষ করেছে বিজেপি। তবে এবার কংগ্রেস সাংসদকে ভগবান রামের সঙ্গে তুলনা করায় ক্ষুব্ধ গেরুয়া শিবির। কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপির একাধিক নেতা বলেন, “ওরা উন্মাদ প্রো ম্যাক্স।” বিজেপি নেতা শাহজাদ পুনাওয়ালা বলেন, “কংগ্রেস নেতারা চাটুকারিতায় মগ্ন। আগে তাঁরা বলেছিলেন, সোনিয়া গান্ধীর জন্য বড়দিন উদযাপন করা উচিত। এখন বলছেন, রাহুল ভগবান রামের সমান। এ কেমন চাটুকারিতা? আপনারা হিন্দু ধর্মের অপমান করছেন। এই কংগ্রেই রাম মন্দির নির্মাণের বিরুদ্ধে ছিলেন। এরাই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে নাচ-গান বলেছিলেন। হিন্দু ধর্মের উপর তারা লাগাতার আক্রমণ এবং অপমান করে চলেছে।”
