সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। পাশাপাশি খালেদাপুত্র তারেকের সঙ্গে দেখা করে তাঁর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘শোকপত্র’। যেখানে বিএনপি এবং তারেকের নেতৃত্বের উপরে আস্থা রেখেছেন মোদি। পাশাপাশি 'বেগম জিয়া'র সঙ্গে ব্যক্তিগত স্মৃতিচারণ করেছেন তিনি।
তারেক রহমানকে পাঠানো চিঠিতে বাংলাদেশের প্রয়াত নেত্রীকে প্রশংসায় ভরিয়েছেন মোদি। লিখেছেন, ‘‘২০১৫ সালের জুনে ঢাকায় বেগম সাহিবা (খালেদা জিয়া)-র সঙ্গে আমার সাক্ষাৎ ও আলাপচারিতার কথা মনে পড়ছে। অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ এবং প্রত্যয়ী এক নেত্রী ছিলেন তিনি, যা সচরাচর দেখা যায় না।’’ খালেদাই যে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সে কথাও চিঠিতে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারত-বাংলাদেশ মজবুত সম্পর্কে খালেদার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন। শোকপত্রে মোদি লিখেছেন, ‘‘তিনি (খালেদা) বাংলাদেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’’ বিএনপি-তে তারেকের যোগ্য নেতৃত্ব দিল্লি এবং ঢাকার ঐতিহাসিক সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে বলেও চিঠিতে জানিয়েছেন মোদি।
খালেদার মৃত্যুতে বাংলাদেশে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে, একথা বলার পাশাপাশি প্রত্যয়ী মোদি জানান, আগামী দিনে খালেদার মতাদর্শ বহনে বহন সক্ষম হবেন তারেক। এর আগে মঙ্গলবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকবার্তায় তিনি জানান, ‘বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
