সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে আপকে রুখতে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। দিন কয়েক আগেই অভিযোগ করেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এবার আরও সুর চড়িয়ে তাঁর কটাক্ষ, লুকোছাপা না করে সরাসরি জোট ঘোষণা করে দিক কংগ্রেস-বিজেপি। কেজরিওয়ালের অভিযোগ, বিজেপি সরাসরি লড়াইয়ে না পেরে কংগ্রেসকে ব্যবহার করছে।
শনিবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ কনভেনর অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির বাড়িতে পাঞ্জাবের কিছু মহিলা গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তাঁদের অভিযোগ, পাঞ্জাবে আপ প্রতিশ্রুতি পূরণ করেনি। অথচ সেই একই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে দিল্লির ভোটের আগে। কেজরিওয়ালের অভিযোগ, যে মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁরা পাঞ্জাবের নন। তাঁরা আসলে বিজেপি এবং কংগ্রেসের লোক। দিল্লিতে আপকে হারাতে একসঙ্গে লড়াই করহে কংগ্রেস ও বিজেপি।
আসলে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে দিল্লির আপ সরকার মহিলা সম্মান প্রকল্প চালু করেছে। ১৮ বছরের ঊর্ধ্বে সব মহিলাকে মাসে এক হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অতিশীর সরকার। অরবিন্দ কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছেন, এবার ক্ষমতায় ফিরলে ওই প্রকল্পে অনুদান হাজার টাকা থেকে বাড়িয়ে ২১০০ টাকা করে দেওয়া হবে। সমস্যা হল ২০২২ সালে পাঞ্জাবেও একই রকম প্রকল্প ঘোষণা করেছিল আপ। ঘোষণা করা হয়েছিল, পাঞ্জাবে ক্ষমতায় এলে রাজ্যের প্রত্যেক মহিলাকে মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু পাঞ্জাবের ওই মহিলাদের অভিযোগ, সেই প্রতিশ্রুতি আপ সরকার পূরণ করেনি। একইভাবে দিল্লিতেও পূরণ করা হবে না। দিল্লির মহিলাদের প্রতারণা করা হচ্ছে।
সেই অভিযোগ খারিজ করে অরবিন্দ কেজরিওয়াল বলছেন, "কংগ্রেসকে আর আমাদের কথা ভাবতে হবে না। ওই মহিলারা কংগ্রেস এবং বিজেপির সদস্য। পাঞ্জাব থেকে ওঁরা আসেননি। পাঞ্জাবের মহিলারা আমাদের সঙ্গে আছেন। কংগ্রেস এবং বিজেপির উচিত সরাসরি জোট ঘোষণা করা।" কেজরির সাফ কথা, "দিল্লিতে কংগ্রেসের অস্তিত্ব নেই। তাই কংগ্রেসকে গুরুত্ব দেওয়ার দরকারও নেই।" কেজরির অভিযোগ, কংগ্রেস এবং বিজেপি গোপন আঁতাঁত করে আপকে হারানোর ষড়যন্ত্র করছে। এবার সেটা প্রকাশ্যে আসা উচিত।