‘অসহায় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার খরচ দেবে কংগ্রেস’, বড় ঘোষণা সোনিয়ার

09:23 AM May 04, 2020 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেনের টিকিটের দাম নিয়ে বিতর্কের মধ্যেই বড়সড় ঘোষণা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। ভিনরাজ্যে আটকে থাকা অসহায় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার খরচ জোগাবে দেশের বৃহত্তম বিরোধী দল। সোমবার এক বিবৃতিতে কেন্দ্রকে তোপ দেগে এই সিদ্ধান্ত ঘোষণা করেন কংগ্রেসের (Congress) অন্তর্বর্তীকালীন সভানেত্রী।

Advertisement

সোনিয়া গান্ধী নিজের বিবৃতিতে জানিয়েছেন, অসহায় পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফেরার ভাড়ার টাকা জোগাবে সেই রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটি। এর জন্য সরকারের মুখাপেক্ষী হতে হবে না শ্রমিকদের। সোনিয়া বলছেন,’এটা সহ-নাগরিকদের প্রতি কংগ্রেসের কর্তব্য। আমরা ওদের প্রতি সহানুভুতি জানাই। শ্রমিকরাই এই দেশের মেরুদণ্ড। ওঁদের পরিশ্রম আর আত্মত্যাগই দেশ নির্মাণের ভিত্তি। ১৯৪৭ দেশভাগের পর কোনওদিন শ্রমিকদের এভাবে দুর্দশায় পড়তে হয়নি।’

Advertising
Advertising

[আরও পড়ুন: ‘ভিনরাজ্যে থাকা মানেই শ্রমিক স্পেশ্যাল ট্রেনের সুবিধা নয়’, নয়া নির্দেশিকা কেন্দ্রের]

‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেনের টিকিটের দাম এবং শ্রমিকদের যাবতীয় দায়-দায়িত্ব রাজ্য সরকারের উপর চাপিয়ছে কেন্দ্র। পরিযায়ী শ্রমিকদের জন্য যে বিশেষ ট্রেনগুলির ব্যাবস্থা হয়েছে তার ভাড়া কেন্দ্র বা রেল কেউই দেবে না। শ্রমিকদের কাছ থেকেই তা তুলতে হবে। এবং এই টাকা তুলে রেলের হাতে তুলে দেওয়ার দায়িত্বও রাজ্য সরকারগুলিই। রাজ্য চাইলে শ্রমিকদের থেকে টাকা নাও নিতে পারে। তবে, টিকিট ছাড়া রেল শ্রমিকদের ফেরাবে না। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে রায়বরেলির সাংসদ বলেন, ‘সরকার যখন এত টাকা খরচ করে ভিনদেশে আটকে থাকা নাগরিকদের ফেরাতে পেরেছে। ১০০ কোটি টাকা খরচ করতে পেরেছে গুজরাটের একটা অনুষ্ঠানের জন্য (পড়ুন ট্রাম্পকে সংবর্ধনা জানানোর জন্য), রেল দপ্তর প্রধানমন্ত্রীর করোনা তহবিলে ১৫০ কোটি টাকা দান করতে পারছে, অথচ আমাদের দেশের সবচেয়ে জরুরি নাগরিকদের ন্যূনতম সৌজন্য দেখানো হচ্ছে না।’

The post ‘অসহায় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার খরচ দেবে কংগ্রেস’, বড় ঘোষণা সোনিয়ার appeared first on Sangbad Pratidin.

Advertisement
Next