shono
Advertisement
Constitution Club elections

দিল্লির কনস্টিটিউশন ক্লাবের নির্বাচনে বিজেপি বনাম বিজেপি, সম্মুখসমরে দুই হেভিওয়েট গেরুয়া নেতা

কনস্টিটিউশন ক্লাবে ভোট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা।
Published By: Subhajit MandalPosted: 03:17 PM Jul 12, 2025Updated: 04:56 PM Jul 12, 2025

নন্দিতা রায়, নয়াদিল্লি: বিজেপি বনাম বিজেপি। একদিকে বিহারের বিজেপি সাংসদ রাজীবপ্রতাপ রুডি, অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান। এই দুই বিজেপির নেতার লড়াইকে কেন্দ্র করে রাজধানী দিল্লির কনস্টিটিউশন ক্লাবের নির্বাচন আকর্ষণীয় হয়ে উঠেছে। ক্লাবের সবচেয়ে শক্তিশালী পদের জন্য লড়াইতে নেমেছেন গেরুয়া শিবিরের দুই যুযুধান নেতা। দীর্ঘ পঁচিশ বছর পরে এমন প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী হতে চলেছে দেশের অন্যতম অভিজাত ক্লাব।

Advertisement

২০০০ সাল থেকে কনস্টিটিউশন ক্লাবের সচিব পদে রয়েছেন রুডি। এবারে হেভিওয়েট দুই বিজেপি নেতাই নিজেদের জয়ের লক্ষ্যে জোরকদমে প্রচার চালাচ্ছেন। দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার নির্বাচনে, সচিব (প্রশাসন) পদের জন্য রুডি এবং বালিয়ান একে অপরের মুখোমুখি হচ্ছেন। ১২ আগস্ট হতে চলা এই ভোটে প্রায় ১২০০ সদস্য তাদের ভোট দেবেন। এই পদটি ক্লাবের সবচেয়ে শক্তিশালী পদ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, লালকৃষ্ণ আডবানী এবং অন্যান্য প্রবীণ নেতারা এর সদস্য এবং ভোটার। সংসদের উভয় কক্ষের সাংসদরাই এই ক্লাবের সদস্য হতে পারেন। পরিচালনা পরিষদের মেয়াদ পাঁচ বছর।

লোকসভার স্পিকার পদাধিকার বলে কনস্টিটিউশন ক্লাবের পদাধিকার বলে সভাপতি। সচিব (ক্রীড়া), সচিব (সংস্কৃতি) এবং কোষাধ্যক্ষ এই তিনটি পদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাজীব শুক্লা (সচিব ক্রীড়া), ত্রিচি শিবা (সচিব সংস্কৃতি) এবং জিতেন্দ্র রেড্ডি কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্যদের (১১) পদের জন্য ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২ আগস্ট এই পদগুলির জন্য ভোটগ্রহণ করা হবে। আড়াই দশকের মধ্যে এটিই প্রথম এই ধরণের নির্বাচন। সবচেয়ে শক্তিশালী সচিব (প্রশাসন) পদের জন্য লড়াই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একদিকে বিহারের বিজেপি সাংসদ রাজীবপ্রতাপ রুডি, অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান।
  • এই দুই বিজেপির নেতার লড়াইকে কেন্দ্র করে রাজধানী দিল্লির কনস্টিটিউশন ক্লাবের নির্বাচন আকর্ষণীয় হয়ে উঠেছে।
Advertisement