shono
Advertisement
Chatttisgarh

সরকারি গাড়ির বনেটে চেপে কেক কেটে জন্মদিন পালন! চাপের মুখে পদক্ষেপ প্রশাসনের

যদিও পুলিশকর্তা ও তাঁর স্ত্রীর নাম নেই এফআইআরে।
Published By: Gopi Krishna SamantaPosted: 06:22 AM Jun 20, 2025Updated: 06:22 AM Jun 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীলবাতি লাগানো সরকারি গাড়ির বনেটে বসে জন্মদিন পালন পুলিশ কর্তার স্ত্রীর! এমন ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য তৈরি হয়। জানা যায়, ঘটনাটি ছত্তিশগড়ের বালোদ জেলার। আর ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ করল প্রশাসন। চালকের বিরুদ্ধে মোটরযান আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় নীলবাতি লাগানো একটি গাড়ির ওপরে বসে কেক কাটছেন এক মহিলা। পরে জানা যায়, ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পা এলাকার ডিএসপি তসলিম আরিফের সরকারি গাড়ির বনেটে বসে কেক কাটেন তাঁর স্ত্রী ফারহিন খান। তবে শুধু কেক কাটা নয় গাড়ির বনেটে বসেই রিলস বানাতে দেখা যায় তাঁকে। দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এদিকে পুলিশ অফিসারের স্ত্রীর এমন ভিডিও ভাইরাল হতেই নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষমতাসীন বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। এদিকে অস্বস্তিতে পড়তেই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। যদিও এখানেও বিতর্ক রয়েছে। কেননা ট্রাফিক নিয়ম লঙ্ঘন করা সত্ত্বেও FIR-এ ডিএসপি বা তাঁর স্ত্রীর নাম উল্লেখ করা হয়নি। পরিবর্তে অজ্ঞাত পরিচয় চালকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নীলবাতি লাগানো সরকারি গাড়ির বনেটে বসে জন্মদিন পালন পুলিশ কর্তার স্ত্রীর!
  • এমন ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য তৈরি হয়। জানা যায়, ঘটনাটি ছত্তিশগড়ের বালোদ জেলার।
  • আর ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ করল প্রশাসন।
Advertisement