যত সময় যাচ্ছে, ততই চিন্তা বাড়াচ্ছে নোভেল করোনা ভাইরাস। বিশ্বের ১২৩টি দেশ এই মুহূর্তে করোনা কবলিত। বেড়ে চলেছে মৃত্যুর আর আক্রান্তের সংখ্যা। ভাইরাসের আঁতুরঘর বলে পরিচিত চিনের ইউহানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, এখন মাথাব্যথার কেন্দ্রে ইটালি-সহ গোটা ইউরোপ। COVID-19কে ‘বিশ্বব্যাপী মহামারি’ ঘোষণার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চিন নয়, করোনার কেন্দ্রবিন্দু এখন ইউরোপই। ইটালিতে গত ২৪ ঘণ্টায় আড়াইশো জনের মৃত্যুর খবর মিলেছে, যা চিনের পর সর্বোচ্চ। আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার চেষ্টা চলছে । করোনা ভাইরাসের প্রভাব সংক্রান্ত সমস্ত UPDATE খবর:
রাত ৯.০৫: করোনা সংক্রমণের আতঙ্কে জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় ১৪৪ জারি।
সন্ধে ৮.১০: জয়পুরে ২৪ বছরের এক যুবকের শরীরে মিলল করোনার জীবাণু। আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৭।
সন্ধে ৭.৫০: করোনা সংক্রমণের জের, উত্তরপ্রদেশের মুজফফপুরে জারি ১৪৪ ধারা।
সন্ধে ৭.৩৫: ১৫ মার্চ থেকে সায়েন্স সিটি, বিড়লা প্ল্যানেটরিয়াম বন্ধ রাখা হবে জানাল রাজ্য সরকার।
সন্ধে ৭.১০: রবিবার থেকে ৩১ মার্চ পর্যন্ত কলকাতা জাদুঘর বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
সন্ধে ৬.৪০: আতঙ্কের মাঝেই স্বস্তি। কোয়ারেন্টাইনে থেকে ২ দফা শারীরিক পরীক্ষার পর বাড়ি ফিরলেন ইউহানে ১১০ জন।
সন্ধে ৬.২০: মহারাষ্ট্রের বুলধানায় মৃত্যু হল আরও এক ব্য়ক্তির। করোনা আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন থাকলেও এখনও হাতে আসেনি তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট। তাই মৃত্যু কারণ নিয়ে এখনও নিশ্চিত নন চিকিৎসকরা।
বিকেল ৫.৫০: করোনার জীবাণু মিলল মহারাষ্ট্রের আরও ২ ব্যক্তির শরীরে। আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৬।
বিকেল ৫.১৭: করোনা সংক্রমণের জেরে পিছিয়ে গেল পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠান। আগামী ৩ এপ্রিল রাষ্ট্রপতি ভবনের দরবার হলে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
বিকেল ৪.৫৪: করোনার থাবা থেকে সুস্থ হয়ে উঠছেন অন্তত ১০ জন, জানাল স্বাস্থ্য মন্ত্রক।
বিকেল ৪.৩৭: নাগপুরে এক ব্যক্তির শরীরে মিলল করোনার জীবাণু। তিনি আমেরিকা থেকে ফিরে COVID-19 ভাইরাস পরীক্ষা করিয়েছিলেন।
বিকেল ৪.১৭: করোনা হানায় মৃতদের দেহ সমাধিস্থ করাই সবচেয়ে ভাল হবে, সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকবে না। জানিয়ে দিলেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।
দুপুর ৩.৫৬: লখনউ ও তেলেঙ্গানায় দু’জনের COVID-19 পরীক্ষার ফল পজিটিভ। এ নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৪।
দুপুর ৩.৫০: করোনা আতঙ্কে আই লিগ-সহ বাতিল সব ধরনের ফুটবল টুর্নামেন্ট। সিদ্ধান্ত ভারতীয় ফুটবল ফেডারেশনের।
দুপুর ৩.৩৯: স্প্যানিশ না লিগায় করোনা আতঙ্ক। সংক্রমণের আশঙ্কায় আপাতত ছুটি বার্সেলোনার ফুটবলারদের। বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকবেন মেসিরা।
দুপুর ৩.৩০: করোনায় মৃত ২ জনের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করল কেন্দ্র।
দুপুর ৩.০৭: কলকাতা বিমানবন্দরগামী সমস্ত বাস সাফাই কাজ শুরু। চালক, কনডাক্টর-সহ সব কর্মীদের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।
দুপুর ২.৪০: কর্ণাটকে পথচলতি মানুষজনকে মাস্ক বিলি শুরু করেছেন বাস চালক, কন্ডাকটররা। রেল স্টেশনগুলিতে তৈরি মেডিক্যাল হেল্প ডেস্ক।
দুপুর ২.৩৩: কর্তারপুর-দরবার সাহিব করিডর দিয়ে দু’দেশের বাসিন্দাদের যাতায়াত বন্ধ করার পরিকল্পনা পাকিস্তানের।
দুপুর ২.২০: করোনা আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার-সহ প্যারিসের সমস্ত দর্শনীয় স্থান।
দুপুর ২: উত্তরপ্রদেশে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ৫টি পরীক্ষাগার তৈরির ঘোষণা যোগী আদিত্যনাথের।
দুপুর ১.৫৬: হিমাচল প্রদেশে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল। স্থগিত বোর্ড পরীক্ষাও।
দুপুর ১.৪৮: করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল, মাদ্রাসা বন্ধের ঘোষণা। বাতিল পরীক্ষাও। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি অনুযায়ী হবে, খবর নবান্ন সূত্রে।
দুপুর ১.২৭: ভেনেজুয়েলায় করোনার থাবা। জীবাণু সংক্রমণ একজনের শরীরে।
দুপুর ১.২৪: নোভেল করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ৩১ মার্চ পর্যন্ত বন্ধ শিবপুর IIEST, জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত কর্তৃপক্ষের।
দুপুর ১.১৫: আগামী সপ্তাহে আইপিএলের নতুন সূচি ঘোষণার সম্ভাবনা। আইপিএল নিয়ে ফ্র্যাঞ্চাইজি ও গভর্নিং বডির গুরুত্বপূর্ণ বৈঠকের পর বোর্ড সূত্রে খবর। বৈঠকের আগেই সাক্ষাৎ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খান।
দুপুর ১. ১২: হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্কের দেদার কালোবাজারির খবর। অপরাধের প্রমাণ মিললেই ৭ বছরের কারাদণ্ড। ঘোষণা কেন্দ্রের।
দুপুর ১.০৮: COVID-19 মোকাবিলায় সন্ধে ৬টায় জরুরি বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
দুপুর ১২.৪০: দিল্লি থেকে ফেরা বাসিন্দা অসুস্থ হয়ে ভরতি বনগাঁ হাসপাতালে। করোনা সন্দেহে তাঁর শারীরিক পরীক্ষার জন্য বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতেই বিপত্তি। অমিল অ্যাম্বুল্যান্স। এনিয়ে হইহই কাণ্ড বনগাঁ হাসপাতালে।
দুপুর ১২.২৮: করোনা সংক্রমণের আশঙ্কায় শপিং মল, সিনেমা হল, রেস্তরাঁ আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধের নির্দেশ পঞ্জাবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, করোনা প্রভাবিত বিভিন্ন দেশ থেকে ফেরা ৩৩৫ জনকে চিহ্নিত করা যায়নি। তাতেই আশঙ্কা বাড়ছে।
দুপুর ১২.১০: সংক্রমণ রুখতে সীমান্ত সিল করে দিল হাঙ্গেরি, পোল্যান্ড, ডেনমার্ক।
[আরও পড়ুন: রাজস্থানে ট্রাক ও জিপের মুখোমুখি সংঘর্ষ, মৃত নবদম্পতি-সহ ১১]
দুপুর ১২.০৩: উদ্বেগের মাঝেও সুখবর, ভারতে করোনার কবল থেকে মুক্ত ৭ জন।
দুপুর ১২: ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৩। আজ সকালে মহারাষ্ট্রে আরও দুই নাগরিকের শরীরের মিলল COVID-19 জীবাণু।
সকাল ১১.৫৫: আগামী ২ সপ্তাহের জন্য সৌদি আরব সমস্ত উড়ান বাতিল করে দিল।
সকাল ১১.৩৫: করোনা সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি আরও ৪। তার মধ্যে একজন পেরুর বাসিন্দা।
সকাল ১১.২৬: ফের করোনা পরীক্ষার মুখে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো। এ নিয়ে তৃতীয়বার পরীক্ষা হচ্ছে তাঁর।
সকাল ১১.২২: ইটালি থেকে দুবাই হয়ে এমিরেটসের বিমানে কোচি পৌঁছলেন ২১ ভারতীয়। তাঁদের বিমানবন্দরে পরীক্ষা করা হয়।
সকাল ১০.৫৯: নাগপুরের হাসপাতালে কোয়ারেন্টাইন থেকে পলাতক ৫ রোগী। সকাল ১০.৪৪: পরিস্থিতির সামান্য উন্নতির মাঝেই ফের দুঃসংবাদ। চিনে নতুন করে করোনায় আক্রান্ত ১১ জন।
সকাল ১০.৩৮: থাইল্যান্ডে আরও ৭ জনের শরীরে মিলল COVID-19 জীবাণু।
[আরও পড়ুন: হায়দরাবাদ কাণ্ডের ছায়া, ত্রিপুরায় ধর্ষণের পর পুড়িয়ে খুন তরুণীকে]
সকাল ১০.৩২: তিহার জেলে তৈরি আইসোলেশন ওয়ার্ড। এখানেই রয়েছে নির্ভয়ার চার ধর্ষক – পবন, মুকেশ, অক্ষয়, বিনয়। আগামী ২০ তারিখ তাদের ফাঁসি হওয়ার কথা।
সকাল ১০.২৯: সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেই কোয়ারেন্টাইনে গেলেন ট্রাম্পকন্যা ইভাঙ্কা।
সকাল ১০.২৫: নোভেল করোনা সংক্রমণের মাঝে ইটালিতে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার ভাবনা বিদেশমন্ত্রকের। এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে প্রস্তুত রাখা হচ্ছে। বিমানটি ইটালির মিলান থেকে ভারতীয়দের নিয়ে ফিরবে। ইরানেও ভারতীয়দের উদ্ধারে পাঠানো হতে পারে বিমান।
সকাল ১০.২০: করোনা আতঙ্কে বেঙ্গালুরুতে ইনফোসিসের অফিস খালি করে দেওয়া হল। কর্মীদের বাড়িতে বসে কাজের পরামর্শ সংস্থার।
[আরও পড়ুন: ইয়েস ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, টাকা তোলার উর্ধ্বসীমা থেকে উঠছে নিয়ন্ত্রণ]
সকাল ১০.১৫: ১৫ মার্চ থেকে আগামী এক মাসের জন্য শনিবার থেকে বাতিল ভারত-বাংলাদেশ মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস।
সকাল ১০.০৮: করোনা সংক্রমণের আশঙ্কায় আইআইটি দিল্লির সমস্ত ক্লাস, পরীক্ষা আপাতত বাতিল। ১৫ তারিখের মধ্যে পড়ুয়াদের হস্টেল ছেড়ে ঘরে ফেরার নির্দেশ। রাজধানীর রাস্তাঘাট শুনশান।
The post করোনা আতঙ্ক: রবিবার থেকে বন্ধ হচ্ছে জাদুঘর-সায়েন্স সিটি, ঘোষণা রাজ্যের appeared first on Sangbad Pratidin.
