shono
Advertisement

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৪৩৫ জন, মৃত্যু ১২ জনের

ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০০১ জন। The post গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৪৩৫ জন, মৃত্যু ১২ জনের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:40 AM Jun 18, 2020Updated: 10:51 PM Jun 18, 2020

ভারতে আনলক ওয়ান শুরু হওয়ার পর থেকে করোনা সংক্রমণের নিত্যনতুন রেকর্ড গড়ছে। ফলে আনলক টু নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। দেশে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬৬ হাজার ৯৪৬। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ২৩৭ জনের। বাংলায় করোনা আক্রান্ত  ১২,৭৩৫ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১৮ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

Advertisement

রাত ১০.০০: এশিয়ার বৃহত্তম বসতিতে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ের ধারাভি এলাকায় আক্রান্ত ২৮ জন। 

রাত ৯.২০: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩,৭৫২ জন।

রাত ৮.৫০: হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার।

রাত ৮.০০: উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০৪ জন। ১৫ হাজারের গণ্ডি পেরল যোগীর রাজ্যের সংক্রমিতের সংখ্যা।

সন্ধে ৭.৩৫: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৩৫ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। ফলে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৭৩৫ জন।মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১৮ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০০১ জন।

সন্ধে ৬.৫০: কেরলে আজ করোনায় আক্রান্ত ৯৭ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২,৭৯৪ জন।

সন্ধে ৬.২০: নেপালে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৬৭১ জন।

বিকেল ৫.২৩: জরুরি ক্ষেত্রে রোগীর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না। দ্রুত পদক্ষেপ করতে হবে। নির্দেশ রাজীব সিনহার।

বিকেল ৫.২০: শুধু করোনা নয়, সব ধরণের রোগীদের দেখতে হবে হাসপাতালগুলিকে। জানালেন বাংলার মুখ্যসচিব।

বিকেল ৫.০৫: কোভিড হাসপাতালে কত বেড খালি তা ওয়েবসাইটে জানাবে রাজ্য সরকার। জানালেন বাংলার মুখ্যসচিব।

বিকেল ৪.২০: পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী নি্রমলা সীতারমণ। শুরু হয়েছে সাংবাদিক বৈঠক।

বিকেল ৪.১০: দিল্লিকে ৫০০টি ভেন্টিলেটর আর সাড়ে ৬৫০ অ্যাম্বুল্যান্স দেবে কেন্দ্র সরকার।

দুপুর ৩.০০: জিপিও’র এক পদস্থ কর্মীর করোনা সংক্রমণ। তাই বৃহস্পতি ও কাল শুক্রবার জিপিও’র সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে। জিপিও’র কলকাতা শাখার মুখ্য আধিকারিক অমিতাভ সিংহ জানিয়েছেন, ওই আধিকারিক হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা স্থিতিশীল। তবে করোনা সংক্রমণের জন্য গোটা জিপিও জীবাণুমুক্ত করা হবে। সেই জন্য স্বাভাবিক সমস্ত কাজ বন্ধ রাখা হবে।

দুপুর ১.৩৭: করোনা পরীক্ষার দেশের প্রথম মোবাইল ল্যাবের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। 

বেলা ১২.৫৩: পুরীর রথযাত্রায় স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্টের। জমায়েত এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তকে স্বাগত জানাল মন্দির কর্তৃপক্ষ।

বেলা ১২.৩২: আজ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যসচিব রাজীব সিনহা।

সকাল ১১.০৩: করোনা পরিস্থিতি নিয়ে আজ বেলা ১২টায় শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। 

সকাল ৯.৩৫: ফের করোনা সংক্রমণে রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ হাজার ৮৮১ জন। মৃত্যু হয়েছে ৩৩৪ জনের। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৬৬ হাজার ৯৪৬। তার মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ২৩৭ জনের। সুস্থ ১ লক্ষ ৯৪ হাজার ৩২৫ জন।

সকাল ৯.৩০: গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৬৫ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, জানাল ICMR।

সকাল ৮.৪৯: করোনা আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। আপাতত তাঁর পরিবর্তে দায়িত্ব সামলাবেন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।  

সকাল ৭.৩৪: ব্রাজিলের ক্রমশ বাড়ছে করোনায় মৃত এবং আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৫১০ জনের।

সকাল ৭.২২: বন্দে ভারত মিশনে অকল্যান্ড থেকে চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলেন ১১৬ জন প্রবাসী ভারতীয়।

ভোর ৪.৫৭: দূরত্ববিধি বজায় রেখে ছত্রপতি শিবাজি টার্মিনাসে জমায়েত যাত্রীদের।

The post গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৪৩৫ জন, মৃত্যু ১২ জনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement