আনলক ফোরেও দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ৪৪ লক্ষ ৬৫ হাজার ৮৬৪ জন। মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৬২ জনের। রাজ্যে মোট আক্রান্ত ১ লক্ষ ৯৩ হাজার ১৭৫ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৭৭১ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০.১৩: চব্বিশ ঘণ্টায় রাজস্থানে করোনা আক্রান্ত ১ হাজার ৬৪০ জন। মৃত ১৪।
রাত ৯.৪৬: করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের দুই পুলিশ আধিকারিক প্রবীণ ত্রিপাঠী ও ভি সলোমন নিশাকুমার।
রাত ৯.২০: চব্বিশ ঘণ্টায় মধ্যপ্রদেশে করোনা আক্রান্ত ২ হাজার ৪৪৬ জন। মৃত ২১।
রাত ৯.১০: ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক আধিকারিকের। বৃহস্পতিবার বাইপাসের কাছে একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই পুলিশ অফিসারের মৃত্যুতে কলকাতা পুলিশ কর্তৃপক্ষ শোক জ্ঞাপন করেছে। পুলিশ জানিয়েছে, অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর গৌতম মাহাতো কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন।
রাত ৯.০৩: শনিবার লকডাউন উঠলেও বাতিল পদাতিক এক্সপ্রেস। বিপাকে NEET পরীক্ষার্থীরা।
রাত ৮.৫৪: মহারাষ্ট্রে আক্রান্ত ২৩ হাজার ৪৪৬ জন।
রাত ৮.৪৫: উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ হাজার ৪২ জন।
রাত ৮.২২: হরিয়ানায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৯৪৪ জন।
রাত ৮.০৯: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৩,১১২ জন। মৃত্যু হয়েছে ৪১ জনের।
রাত ৮.০৪: চণ্ডীগড়ে নতুন করে আক্রান্ত ২৮৩ জন।
সন্ধে ৭.৫৫: রবিবার চলবে মেট্রো। জোরকদমে চলছে প্রস্তুতি।
সন্ধে ৭.৪৭: গত ২৪ ঘণ্টায় মণিপুরে আক্রান্ত ১০৮ জন।
সন্ধে ৭.৩৮: জম্মু ও কাশ্মীরে আক্রান্ত ১,৫৯২ জন।
সন্ধে ৭.২৫: উত্তরাখণ্ডে রেকর্ড সংক্রমণ। আক্রান্ত আরও ১,০১৫ জন।
সন্ধে ৭.২১: দিল্লিতে একদিনে ৪৯ হাজার ৩৩৬ জনের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে।
সন্ধে ৭.২০: গত ২৪ ঘণ্টায় কর্ণাটকে আক্রান্ত ৯,২১৭ জন।
সন্ধে ৭.১৯: দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪,৩০৮ জন।
সন্ধে ৭.১৫: অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ হাজার ১৭৫ জন।
সন্ধে ৬.৩০: নিট-এ প্রত্যেক কক্ষে গড়ে ১০ জন পরীক্ষা দেবেন। কোভিড পরিস্থিতির মধ্যেই রবিবার মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা নিট। এ রাজ্যের ৭৭হাজার ৬১জন ছাত্র-ছাত্রী ১৮৯ টি কেন্দ্র থেকে পরীক্ষা দেবেন। উত্তর ২৪ পরগনা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, খড়গপুর, কলকাতা ও শিলিগুড়িতে ছড়িয়ে আছে কেন্দ্রগুলি। কলকাতা-সহ জেলার বিভিন্ন স্কুলেও পরীক্ষাকেন্দ্র হয়েছে। প্রত্যেকটি কেন্দ্র থেকেই পরীক্ষার্থীদের নতুন মাস্ক দেওয়া হবে।
সন্ধে ৬.২৭: তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরল ৪৮ হাজারের গণ্ডি।
সন্ধে ৬.২৫: মাসিক অধিবেশনের বিকল্প সমন্বয় বৈঠক ডাকল পুরসভা। করোনা-ডেঙ্গুর সমন্বয় বৈঠক, দাবি পুরমন্ত্রীর।
সন্ধে ৬.১৮: করোনা সংক্রমণ মোকাবিলায় সরকার জলের মতো টাকা খরচ করেছে। করোনার ভ্যাকসিনের জন্যও টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব দেশে আবেদন করে রাখা হয়েছে। যেখানেই আগে পাওয়া যাবে, তা দেশের মানুষের জন্য আনা হবে। জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী ভাষণে মন্তব্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
সন্ধে ৬.১১: কেরলে আক্রান্ত আরও ৩,৩৪৯ জন।
সন্ধে ৬.০৫: তামিলনাড়ুতে আক্রান্ত ৫,৫২৮ জন।
বিকেল ৪.৫০: পুদুচেরিতে আক্রান্ত আরও ৪৫২ জন।
বিকেল ৪.৩৬: ১৩ সেপ্টেম্বর NEET পরীক্ষার্থীদের জন্য চলবে মেট্রো। শুধু অ্যাডমিট কার্ড দেখাতে হবে। ১৪ তারিখ থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো চলবে ২০ মিনিট অন্তর।
দুপুর ৩.৫৩: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল করোনা আক্রান্ত। তিনি আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
দুপুর ৩.৪৫: উত্তরপ্রদেশে সুস্থতার হার ৭৫.৮৫ শতাংশ।
দুপুর ৩.৪৩: গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে করোনা আক্রান্ত ৭,০৪২ জন।
দুপুর ২.৩৮: করোনা পরীক্ষা নিয়ে নয়া গাইডলাইন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।
দুপুর ২.০০: করোনা আক্রান্ত ‘ড্রিম গার্ল’ খ্যাত বলিউড পরিচালক রাজ শান্ডিল্য।
দুপুর ১.৫০: NEET পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ১২ সেপ্টেম্বরের লকডাউন প্রত্যাহার করল রাজ্য। জারি বিজ্ঞপ্তি।
দুপুর ১.২৫: ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে কোভিড উপসর্গযুক্ত ব্যক্তির ফল নেগেটিভ এলেও ফের তাঁর পরীক্ষা করা হোক। রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের।
দুপুর ১.০০: ভারতেও স্থগিত হয়ে গেল অক্সফোর্ডের টিকার ট্রায়াল। DCGI-এর নোটিশ পাওয়ার পরই সেরাম ইন্সটিটিউটের তরফে ট্রায়াল স্থগিত করা হয়।
বেলা ১২.৩০: মহামারী আবহে পশুপালক ও মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বেলা ১২.০০: স্থগিত EMI -এর উপর কি সুদ নেবে ব্যাংকগুলি? এদিনও রায় দিল না সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে বিস্তারিত তথ্য সমেত হলফনামা জমা দিতে দু সপ্তাহ সময় দিল শীর্ষ আদালত।
সকাল ১১.৪০; স্থগিত ইএমআইএর সুদের উপর সুদ চাপানো নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি শুরু।
সকাল ১১.৩০; ওড়িশায় একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৯৯১ জন।
সকাল ১১.০৪: গুজরাটের ভাদোদরায় ঘুলে দেওয়া হয়েছে জগার্স পার্ক। রীতিমতো আতসবাজি পুড়িয়ে আনন্দ করলেন প্রাতঃভ্রমণকারীরা।
সকাল ১০.৪৫: মহারাষ্ট্র গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৪৪ জন পুলিশ কর্মী।
সকাল ৯.৫৫: ভারত থেকে সিঙ্গাপুরে যেতে হলে করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে যাওয়া বাধ্যতামূলক করল সে দেশের সরকার।
সকাল ৯.৩৮: ভেঙে গেল সব রেকর্ড। একদিনে দেশে আক্রান্ত ৯৫ হাজার ৭৩৫ জন। মৃত্যু হল ১ হাজার ১৭২ জন।
সকাল ৯.০০: পুণের জেল থেকে পালাল করোনা আক্রান্ত দুই বন্দী।
সকাল ৮.৫০: একদিনে দেশে ১১ লক্ষের বেশি নমুনা পরীক্ষা করা হল।
সকাল ৮.৩০: ভারতীয় ব়্যাপার রাফতার করোনা আক্রান্ত।
সকাল ৮.২৪: লাতিন আমেরিকায় করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা তিন লক্ষ ছাড়াল।
সকাল ৮.২০: লাদাখে নতুন করে ৪০ করোনা আক্রান্তের হদিশ মিলল।
সকাল ৮.১১: চিনে আরও সাতজন করোনা আক্রান্তের হদিশ মিলল।
সকাল ৮.০৮; মিজোরামে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৩৩ জন।
সকাল ৮.০০: দিল্লির সাতটি লাইনেই চালু হল মেট্রো পরিষেবা।
The post করোনা আক্রান্ত হয়ে মৃত কলকাতা পুলিশের আধিকারিক appeared first on Sangbad Pratidin.