shono
Advertisement

রাজ্যের সংশোধনাগারগুলিতে করোনা আক্রান্ত ১৭৪ জন, হাইকোর্টে জানাল কারা বিভাগ

মৃত্যু হয়েছে দুই বন্দির। The post রাজ্যের সংশোধনাগারগুলিতে করোনা আক্রান্ত ১৭৪ জন, হাইকোর্টে জানাল কারা বিভাগ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:25 AM Aug 28, 2020Updated: 10:54 PM Aug 28, 2020

লাগামহীন করোনা সংক্রমণ। ভারতে এ পর্যন্ত আক্রান্ত ৩৩ লক্ষ ৮৭ হাজার ৫০১ জন। মৃত্যু হয়েছে ৬১ হাজার ৫২৯ জনের। রাজ্যে সংক্রমিত ১,৫৩,৭৫৪জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৩ হাজার ২৮৬ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

Advertisement

রাত ১০.৩০: রাজ্যের সংশোধনাগার গুলিতে এখন পর্যন্ত মোট ১৭৪ জন করোনা আক্রান্ত, হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানাল কারা বিভাগ। ২ জনের মৃত্যু হয়েছে। 

রাত ১০.১৩: আন্দামানে করোনা আক্রান্ত আরও ৩২ জন।

রাত ১০.১০: ওড়িশার মুখ্যমন্ত্রীর নজিরবিহীন পদক্ষেপ। রাজ্যেক  NEET ও JEE পরীক্ষার্থীদের বিনামূল্য পরিবহণ ও থাকার ব্যবস্থা করবে সরকার। 

রাত ১০.০০: ঝাড়খণ্ডের কনটেনমেন্ট জোনে লকডাউন বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। 

রাত ৯.২৫: ৭ দিনের কোয়ারেন্টাইনে যাচ্ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বিধানসভা অধিবেশনে উপস্থিত এক কংগ্রেস বিধায়ক করোনা আক্রান্ত হওয়ারপরই এই সিদ্ধান্ত নিলেন তিনি।

রাত ৯.০০: করোনা আক্রান্ত কুস্তিগীর ভিনেস ফোগাট।

রাত ৮.৩০: চেন্নাইয়ে করোনা আক্রান্ত হয়ে এক কংগ্রেস সাংসদের মৃত্যু হল। কন্যাকুমারির সাংসদ ছিলেন এইচ বসন্তকুমার। ১০ আগস্ট সংক্রমিত হওয়ার পর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

রাত ৮.০০: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ২ হাজার ৯৮২ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের। 

সন্ধে ৭.৫০: পাঞ্জাবের বিধানসভা অধিবেশনে যোগ দেওয়ার পরই করোনা আক্রান্ত এক কংগ্রেস বিধায়ক। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর।

সন্ধে ৭.৪৪: গোয়ায় একদিনে করোনা আক্রান্ত ৫২৩ জন।

সন্ধে ৭.৩২: অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা চার লক্ষের গণ্ডি ছাড়াল। 

সন্ধে ৭.০৯: গত ২৪ ঘণ্টায় ধারাভিতে করোনা আক্রান্ত আরো পাঁচজন। 

সন্ধে ৬.৫৭: দিল্লিতে ফের বাড়ছে সংক্রমণ। একদিনে রাজধানীতে করোনা আক্রান্ত ১৮০০-এর বেশি।

সন্ধে ৬.৪৫: সংসদে অধিবেশন শুরুর ৭২ ঘণ্টা আগে প্রত্যেক সাংসদের করোনা পরীক্ষা করা হবে। জানিয়ে দিলেন স্পিকার ওম বিড়লা।  

সন্ধে ৬.৩০: মুম্বইতে মহরমের তাজিয়া বের করতে অনুমতি দিল বম্বে হাই কোর্ট। তবে তাজিয়ার সঙ্গে পাঁচজনের বেশি থাকতে পারবেন না বলে নির্দেশ আদালতের।

সন্ধে ৬.১২: গত ২৪ ঘণ্টায় মণিপুরে ২ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত ১১৮ জন।

সন্ধে ৬.০০: কেরলে একদিনে করোনা আক্রান্ত আড়াই হাজার জন। 

বিকেল ৫.৫২: সপ্তাহান্তে বন্ধ থাকবে সুখনা লেক। তবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাজার জোড়-বিজোড় নীতিতে খোলা হবে।

বিকেল ৫.৪২: হিমাচল প্রদেশে নতুন করে আক্রান্ত আরও ৫, ৫৬৬ জন।

বিকেল ৫.৩২: কেন্দ্র বলছে এখনও পর্যন্ত কয়েক লক্ষ ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড তুলেছেন। আমি বুঝতে পারছি না এ কথা কেন বলা হচ্ছে। জীবন বিমা করা থাকলেই কী কোনও মানুষ মৃত্যু চান। JEE-NEET প্রসঙ্গে দাবি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। 

বিকেল ৫.১৮: মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ পুণেতে কোভিড সেন্টারের উদ্বোধন করলেন।

বিকেল ৫.১১: করোনার কবলে চেন্নাই সুপার কিংসের এক বোলার এবং ১২ জন সাপোর্ট স্টাফ। কোয়ারেন্টাইনে দল।

বিকেল ৫.০৪: বিধায়ক এইচডি রেভান্না করোনা আক্রান্ত।

বিকেল ৪.৩০: “রাজনীতির কথা ভেবে পড়ুয়াদের কোমর ভাঙার চেষ্টায় রাজ্য”, NEET-JEE ইস্যুতে তোপ দিলীপ ঘোষের।

বিকেল ৪.২৯: জনসমক্ষে বেরনোর ক্ষেত্রে প্যারিসে বাধ্যতামূলক মাস্ক।

দুপুর ৩.১৬: TMCP’র প্রতিষ্ঠা দিবসে NEET-JEE নিয়ে কেন্দ্রকে তুলোধনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, “পরীক্ষা নিয়ে গায়ের জোরে সিদ্ধান্ত চাপানো হচ্ছে।”  ৯ আগস্ট ছাত্রদিবসের ঘোষণা মমতার।

দুপুর ২.২৪: জেলার প্রতিটি ব্লকে করোনা আক্রান্তদের জন্য সেফ হাউস তৈরির দাবি তুলে ‘আর নয় করোনার অব্যবস্থা’ কর্মসূচি শুরু করলেন বিজেপি সাংসদ চিকিৎসক সুভাষ সরকার।

দুপুর ১.৩০: জট কাটাতে কোভিড পরিস্থিতিতে ১২০০ জনকে নিয়ে বৈঠক ডেকে বিতর্কে বিশ্বভারতী। বাতিল করল জেলা প্রশাসন।

দুপুর ১.১৫: “NEET-JEE পরীক্ষার্থীদের বিপদের মুখে ঠেলা হচ্ছে”, কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

দুপুর ১.১২: আগামী ৭, ১১, ১২ সেপ্টেম্বর সম্পূর্ণ লকডাউন হওয়ায় দমদম বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করবে না।

বেলা ১২.৫৬: ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন প্রায় ২৬ লক্ষ মানুষ। সুস্থতার হার ৭৬.২৮ শতাংশ। 

বেলা ১২.৪৭: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩৪৬ জন পুলিশকর্মী। মৃত্যু হয়েছে আরও ২ জনের।

বেলা ১২.৩৭: NEET-JEE পিছনোর দাবিতে সুপ্রিম কোর্টে বাংলা, ঝাড়খণ্ড, রাজস্থান, ছত্তিশগড়, রাজস্থান, পাঞ্জাব এবং মহারাষ্ট্র। 

বেলা ১২.৩৬: যাত্রীদের মাস্ক বাধ্যতামূলক। দেওয়া হবে খাবার। কোভিড পরিস্থিতিতে আকাশ সফরের নয়া গাইডলাইন কেন্দ্রের।

বেলা ১২.২৮: ওড়িশায় নতুন করে আক্রান্ত ৩,৬৮২ জন।

বেলা ১১.৩০: এখনও গভীর কোমাচ্ছন্ন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

বেলা ১১.১০: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫৭ জন।

সকাল ১০.৫৬: ফাইনাল ইয়ারে পরীক্ষা ছাড়া কোনও পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় পাশ করাতে পারে না, জানাল সুপ্রিম কোর্ট।

সকাল ১০.৩৪: তেলেঙ্গানায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২,৯৩২ জন।

সকাল ১০.২১: হোম আইসোলেশনে থাকা উপসর্গহীন করোনা রোগীদের বিনামূল্যে অক্সিমিটার দেবে জম্মু কাশ্মীর প্রশাসন।

সকাল ১০.১৩: করোনা সংক্রমণ রুখতে পাঞ্জাব, হরিয়ানায় লকডাউনে আরও কড়াকড়ি।

সকাল ১০.১০: আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মীয় এবং সামাজিক জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল উত্তরপ্রদেশ প্রশাসন।

সকাল ১০.০৪: গাওয়ালদাম ক্যাম্পের ৫০ জন এসএসবি জওয়ান করোনা আক্রান্ত।

সকাল ৯.৩১: গত ২৪ ঘণ্টায় ৯ লক্ষ ১ হাজার ৩৩৮ জনের কোভিড টেস্ট হয়েছে। তার ফলে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৯৪ লক্ষ ৭৭ হাজার ৮৪৮। 

সকাল ৯.২৩: গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত ৭৭ হাজার ২৬৬ জন। যা আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত রেকর্ড। মৃত্যু হয়েছে ১,০৫৭ জনের।

সকাল ৭.১২: টেস্ট-ট্র্যাক-ট্রিট এই তিন পদ্ধতিকে হাতিয়ার করেই বেড়েছে সুস্থতার হার। আর তার সঙ্গে পাল্লা দিয়ে কমেছে মৃতের সংখ্যাও, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

সকাল ৭.০২: মিজোরামে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ২৯ জন।

The post রাজ্যের সংশোধনাগারগুলিতে করোনা আক্রান্ত ১৭৪ জন, হাইকোর্টে জানাল কারা বিভাগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement