লাগামহীন করোনা সংক্রমণ। ভারতে এ পর্যন্ত আক্রান্ত ৩৩ লক্ষ ৮৭ হাজার ৫০১ জন। মৃত্যু হয়েছে ৬১ হাজার ৫২৯ জনের। রাজ্যে সংক্রমিত ১,৫৩,৭৫৪জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৮৬ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০.৩০: রাজ্যের সংশোধনাগার গুলিতে এখন পর্যন্ত মোট ১৭৪ জন করোনা আক্রান্ত, হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানাল কারা বিভাগ। ২ জনের মৃত্যু হয়েছে।
রাত ১০.১৩: আন্দামানে করোনা আক্রান্ত আরও ৩২ জন।
রাত ১০.১০: ওড়িশার মুখ্যমন্ত্রীর নজিরবিহীন পদক্ষেপ। রাজ্যেক NEET ও JEE পরীক্ষার্থীদের বিনামূল্য পরিবহণ ও থাকার ব্যবস্থা করবে সরকার।
রাত ১০.০০: ঝাড়খণ্ডের কনটেনমেন্ট জোনে লকডাউন বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
রাত ৯.২৫: ৭ দিনের কোয়ারেন্টাইনে যাচ্ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বিধানসভা অধিবেশনে উপস্থিত এক কংগ্রেস বিধায়ক করোনা আক্রান্ত হওয়ারপরই এই সিদ্ধান্ত নিলেন তিনি।
রাত ৯.০০: করোনা আক্রান্ত কুস্তিগীর ভিনেস ফোগাট।
রাত ৮.৩০: চেন্নাইয়ে করোনা আক্রান্ত হয়ে এক কংগ্রেস সাংসদের মৃত্যু হল। কন্যাকুমারির সাংসদ ছিলেন এইচ বসন্তকুমার। ১০ আগস্ট সংক্রমিত হওয়ার পর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
রাত ৮.০০: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ২ হাজার ৯৮২ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের।
সন্ধে ৭.৫০: পাঞ্জাবের বিধানসভা অধিবেশনে যোগ দেওয়ার পরই করোনা আক্রান্ত এক কংগ্রেস বিধায়ক। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর।
সন্ধে ৭.৪৪: গোয়ায় একদিনে করোনা আক্রান্ত ৫২৩ জন।
সন্ধে ৭.৩২: অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা চার লক্ষের গণ্ডি ছাড়াল।
সন্ধে ৭.০৯: গত ২৪ ঘণ্টায় ধারাভিতে করোনা আক্রান্ত আরো পাঁচজন।
সন্ধে ৬.৫৭: দিল্লিতে ফের বাড়ছে সংক্রমণ। একদিনে রাজধানীতে করোনা আক্রান্ত ১৮০০-এর বেশি।
সন্ধে ৬.৪৫: সংসদে অধিবেশন শুরুর ৭২ ঘণ্টা আগে প্রত্যেক সাংসদের করোনা পরীক্ষা করা হবে। জানিয়ে দিলেন স্পিকার ওম বিড়লা।
সন্ধে ৬.৩০: মুম্বইতে মহরমের তাজিয়া বের করতে অনুমতি দিল বম্বে হাই কোর্ট। তবে তাজিয়ার সঙ্গে পাঁচজনের বেশি থাকতে পারবেন না বলে নির্দেশ আদালতের।
সন্ধে ৬.১২: গত ২৪ ঘণ্টায় মণিপুরে ২ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত ১১৮ জন।
সন্ধে ৬.০০: কেরলে একদিনে করোনা আক্রান্ত আড়াই হাজার জন।
বিকেল ৫.৫২: সপ্তাহান্তে বন্ধ থাকবে সুখনা লেক। তবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাজার জোড়-বিজোড় নীতিতে খোলা হবে।
বিকেল ৫.৪২: হিমাচল প্রদেশে নতুন করে আক্রান্ত আরও ৫, ৫৬৬ জন।
বিকেল ৫.৩২: কেন্দ্র বলছে এখনও পর্যন্ত কয়েক লক্ষ ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড তুলেছেন। আমি বুঝতে পারছি না এ কথা কেন বলা হচ্ছে। জীবন বিমা করা থাকলেই কী কোনও মানুষ মৃত্যু চান। JEE-NEET প্রসঙ্গে দাবি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের।
বিকেল ৫.১৮: মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ পুণেতে কোভিড সেন্টারের উদ্বোধন করলেন।
বিকেল ৫.১১: করোনার কবলে চেন্নাই সুপার কিংসের এক বোলার এবং ১২ জন সাপোর্ট স্টাফ। কোয়ারেন্টাইনে দল।
বিকেল ৫.০৪: বিধায়ক এইচডি রেভান্না করোনা আক্রান্ত।
বিকেল ৪.৩০: “রাজনীতির কথা ভেবে পড়ুয়াদের কোমর ভাঙার চেষ্টায় রাজ্য”, NEET-JEE ইস্যুতে তোপ দিলীপ ঘোষের।
বিকেল ৪.২৯: জনসমক্ষে বেরনোর ক্ষেত্রে প্যারিসে বাধ্যতামূলক মাস্ক।
দুপুর ৩.১৬: TMCP’র প্রতিষ্ঠা দিবসে NEET-JEE নিয়ে কেন্দ্রকে তুলোধনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, “পরীক্ষা নিয়ে গায়ের জোরে সিদ্ধান্ত চাপানো হচ্ছে।” ৯ আগস্ট ছাত্রদিবসের ঘোষণা মমতার।
দুপুর ২.২৪: জেলার প্রতিটি ব্লকে করোনা আক্রান্তদের জন্য সেফ হাউস তৈরির দাবি তুলে ‘আর নয় করোনার অব্যবস্থা’ কর্মসূচি শুরু করলেন বিজেপি সাংসদ চিকিৎসক সুভাষ সরকার।
দুপুর ১.৩০: জট কাটাতে কোভিড পরিস্থিতিতে ১২০০ জনকে নিয়ে বৈঠক ডেকে বিতর্কে বিশ্বভারতী। বাতিল করল জেলা প্রশাসন।
দুপুর ১.১৫: “NEET-JEE পরীক্ষার্থীদের বিপদের মুখে ঠেলা হচ্ছে”, কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
দুপুর ১.১২: আগামী ৭, ১১, ১২ সেপ্টেম্বর সম্পূর্ণ লকডাউন হওয়ায় দমদম বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করবে না।
বেলা ১২.৫৬: ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন প্রায় ২৬ লক্ষ মানুষ। সুস্থতার হার ৭৬.২৮ শতাংশ।
বেলা ১২.৪৭: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩৪৬ জন পুলিশকর্মী। মৃত্যু হয়েছে আরও ২ জনের।
বেলা ১২.৩৭: NEET-JEE পিছনোর দাবিতে সুপ্রিম কোর্টে বাংলা, ঝাড়খণ্ড, রাজস্থান, ছত্তিশগড়, রাজস্থান, পাঞ্জাব এবং মহারাষ্ট্র।
বেলা ১২.৩৬: যাত্রীদের মাস্ক বাধ্যতামূলক। দেওয়া হবে খাবার। কোভিড পরিস্থিতিতে আকাশ সফরের নয়া গাইডলাইন কেন্দ্রের।
বেলা ১২.২৮: ওড়িশায় নতুন করে আক্রান্ত ৩,৬৮২ জন।
বেলা ১১.৩০: এখনও গভীর কোমাচ্ছন্ন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
বেলা ১১.১০: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫৭ জন।
সকাল ১০.৫৬: ফাইনাল ইয়ারে পরীক্ষা ছাড়া কোনও পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় পাশ করাতে পারে না, জানাল সুপ্রিম কোর্ট।
সকাল ১০.৩৪: তেলেঙ্গানায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২,৯৩২ জন।
সকাল ১০.২১: হোম আইসোলেশনে থাকা উপসর্গহীন করোনা রোগীদের বিনামূল্যে অক্সিমিটার দেবে জম্মু কাশ্মীর প্রশাসন।
সকাল ১০.১৩: করোনা সংক্রমণ রুখতে পাঞ্জাব, হরিয়ানায় লকডাউনে আরও কড়াকড়ি।
সকাল ১০.১০: আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মীয় এবং সামাজিক জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল উত্তরপ্রদেশ প্রশাসন।
সকাল ১০.০৪: গাওয়ালদাম ক্যাম্পের ৫০ জন এসএসবি জওয়ান করোনা আক্রান্ত।
সকাল ৯.৩১: গত ২৪ ঘণ্টায় ৯ লক্ষ ১ হাজার ৩৩৮ জনের কোভিড টেস্ট হয়েছে। তার ফলে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৯৪ লক্ষ ৭৭ হাজার ৮৪৮।
সকাল ৯.২৩: গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত ৭৭ হাজার ২৬৬ জন। যা আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত রেকর্ড। মৃত্যু হয়েছে ১,০৫৭ জনের।
সকাল ৭.১২: টেস্ট-ট্র্যাক-ট্রিট এই তিন পদ্ধতিকে হাতিয়ার করেই বেড়েছে সুস্থতার হার। আর তার সঙ্গে পাল্লা দিয়ে কমেছে মৃতের সংখ্যাও, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
সকাল ৭.০২: মিজোরামে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ২৯ জন।
The post রাজ্যের সংশোধনাগারগুলিতে করোনা আক্রান্ত ১৭৪ জন, হাইকোর্টে জানাল কারা বিভাগ appeared first on Sangbad Pratidin.