দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে করোনার সংক্রমণও। এই মুহূর্তে বিশ্বজুড়ে আক্রান্ত ২ কোটি ৮ লক্ষ ৬ হাজার ৯৮৩ জন। এর মধ্যে ভারতে আক্রান্ত হয়েছেন ২৩ লক্ষ ৯৬ হাজার ৬৩৮ জন। মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৩৩ জনের। পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭ হাজার ৩২৩। মৃত্যু হয়েছে ২,২৫৯ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.৩০: করোনায় আক্রান্ত কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (সদর)।
রাত ১০.১৭: কোভিড পজিটিভ এবার সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রেখা গোস্বামী।উপসর্গহীন তাই আপাতত রয়েছেন বাড়িতেই রয়েছেন প্রাক্তনমন্ত্রী রেখা গোস্বামী।
রাত ১০.১৩: করোনা জয় করে বাড়ি ফিরলেন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু।
রাত ৯.৪৭: হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর পাঁচ নিরাপত্তাকর্মী করোনা আক্রান্ত।
রাত ৯.০০: বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২৯৯৭ জন। মৃত্যু হচ্ছে ৫৬ জনের।
রাত ৮.৫৭: পাঞ্জাবে নয়া নিয়ম জারি। ১০ জনের বেশি জমায়েত হচ্ছে এমন কোনও জায়গায় (অফিস, বিয়েবাড়ি., অনুষ্ঠান বাড়ি) কোভিড মনিটর হিসেবে একজনকে নিয়োগ করতে হবে। যে সুরক্ষা বিধির দিকে নজর রাখবে। ১০০ শতাংশে করোনা পরীক্ষায় জোর দিলেন মুখ্যমন্ত্রী।
রাত ৮.৪০: মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২০০ জন। মৃত্যু হয়েছে ৪৮ জনের।
রাত ৮.৩৪: উত্তরাখণ্ডে একদিনে করোনা আক্রান্ত ৪১৬ জন।
রাত ৮.২০: গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ১১,৮১৩ জন।
রাত ৮.০০: মধ্যপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০১৪ জন।
সন্ধে ৭.৫৫: মাদুরাইতে বাতিল অবনি মুলা উৎসব।
সন্ধে ৭.৫০: করোনা মোকাবিলায় ১১২ কোটি টাকা খরচ করবে নাগাল্যান্ড।
সন্ধে ৭.০৪: করোনা আক্রান্ত গায়ক এস পি বালাসুব্রাক্ষ্মণিয়ম সুস্থ রয়েছেন। জানিয়েছে এমজিএম হাসপাতাল।
সন্ধে ৭.০১: বিদেশমন্ত্রী এস জয়শংকর জার্মান বিদেশ মন্ত্রীর সঙ্গে ভ্যাকসিন ও করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।
সন্ধে ৬.৫৫: ধারাভিতে করোনা আক্রান্ত আরও ছয় জন। ফলে এশিয়ার বৃহত্তম বসতিতে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৬৪৯ জন।
সন্ধে ৬.৪৭: পাঞ্জাবে আক্রান্ত হলেন ১০৩৫ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৯৩৬।
সন্ধে ৬.৩০: বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে সাড়ে সাত লক্ষ। জানাল সংবাদ সংস্থা এএফপি।
সন্ধ্যা ৬টা: বৃহস্পতিবার তামিলনাড়ুতে নতুন করে আক্রান্ত হলেন ৫,৮৩৫ জন। মৃত ১১৯। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লক্ষ ২০ হাজার ৩৫৫ জন।
বিকেল ৫.২০: দিল্লিতে নতুন করে আক্রান্ত ৯৫৬ জন ও মৃত ১৪। বৃহস্পতিবার ৬৪৭৮টি আরটিপিসিআর ও ৮৮৭৮টি অ্যান্টিজেন টেস্ট হয়েছে বলে জানাল রাজ্য সরকার।
বিকেল ৪.৫০: অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ৯৯৯৬ জন। মৃত্যু হয়েছে ৮২ জনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৬৪ হাজার ১৪২ জন।
বিকেল ৪.২০: কলকাতার যেকোনও থানায় ফোন করলেই মিলবে চিকিৎসকের পরামর্শ ও পরিষেবা। মানবিক উদ্যোগ চিকিৎসকদের সংগঠন আইএমএর।
বিকেল ৪টে: করোনা পরিস্থিতির মোকাবিলা ও ভ্যাকসিনের বিষয়ে জার্মানির বিদেশমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
দুপুর ৩.৩০: গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাকে কুপোকাত করে সুস্থ হলেন ৫৬,৩৮৩ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট সুস্থ হলেন ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮২ জন।
দুপুর ২.৩০: নির্ধারিত সূচি মেনেই নভেম্বরের শেষ সপ্তাহে হবে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার একথা জানালেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
দুপুর ২.২০: পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
দুপুর ২: সংক্রমণ ঠেকাতে গণেশ পুজোয় বড় জমায়েত করতে নিষেধ করল ওড়িশা সরকার। অন্যদিকে বাড়িতে পুজো করার নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার।
দুপুর ১.৪৫: বিহারে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯০৬ জন। এর ফলে এখনও পর্যন্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হল ৩৩ হাজার ৯১৬ জন।
দুপুর ১.৩৫: টলিউডে ফের করোনার থাবা। আক্রান্ত প্রযোজক হিমাংশু ধানুকা। গত ৯ তারিখ থেকে আইসোলেশনে রয়েছেন তিনি।
দুপুর ১.২০: রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের আরোগ্য কামনায় মন্দির ও মসজিদে প্রার্থনা চলছে।
দুপুর ১.১০: পুদুচেরির জেআইপিএমইআর হাসপাতালের কোভিড ওয়ার্ড আধুনিক করার দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন ভিল্লুপুরমের সাংসদ রবিকুমার।
দুপুর ১২.৪৫: ওড়িশায় নতুন করে আক্রান্ত ১৯৩১ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৬৫৩।
দুপুর ১২টা: আক্রান্ত হলেন রাম মন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস।
সকাল ১১.৫৫: তেলেঙ্গানায় নতুন করে আক্রান্ত হলেন ১৯৩১ জন আর মৃত্যু হল ১১ জনের।
সকাল ১১.৪৫: গত ২৪ ঘণ্টায় পুদুচেরিতে আক্রান্ত ৩০৫ জন, মৃত ৬।
সকাল ১১.৩০: রাজস্থানে নতুন করে আক্রান্ত ৬০৮ ও মৃত ১১।
সকাল ১১.১৫: গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হলেন ৩৮১ জন পুলিশকর্মী। মৃত্যু হল তিন জনের। এর ফলে মোট আক্রান্ত পুলিশকর্মীর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭৭৩।
সকাল ১০.৫৫: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদ জেলা পরিষদের বনাধ্যক্ষ মফিজউদ্দিন মণ্ডলের। খড়গ্রামের তৃণমূল ব্লক সভাপতির দায়িত্বে থাকা মফিজউদ্দিন বহরমপুর করোনা হাসপাতালে ভরতি ছিলেন।
সকাল ১০.৩০: কোভিড যোদ্ধাদের মৃত্যু হলে বা পঙ্গু হলে তাঁর পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের।
সকাল ১০.১০: ১২ আগস্ট পর্যন্ত দেশজুড়ে ২ কোটি ৬৮ লক্ষ ৪৫ হাজার ৬৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে বুধবার ৮ লক্ষ ৩০ হাজার ৩৯১টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানাল ICMR।
সকাল ১০টা: গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হলেন ৬৬ হাজার ৯৯৯ জন। মৃত্যু হয়েছে ৯৪২ জনের। এর ফলে দেশে মোট আক্রান্ত হলেন ২৩ লক্ষ ৯৬ হাজার ৬৩৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮২। আর মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৩৩ জনের।
সকাল ৯.২০: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শরীর আগে থেকে ভাল আছে বলে জানালেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
সকাল ৯টা: গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৪ হাজার ৯৮৫ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা পেরল ২ কোটি এক লক্ষের গণ্ডি।
সকাল ৮.৩০: ব্রাজিল বাদে লাতিন আমেরিকার দেশগুলির জন্য যৌথ উদ্যোগে করোনার ভ্যাকসিন বানাচ্ছে আর্জেন্টিনা ও মেক্সিকো।
সকাল ৮টা: বিশ্বজুড়ে আক্রান্ত হলেন ২ কোটি ০৮ লক্ষ ৬৯৩৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ লক্ষ ৪৭ হাজার ২৫৮ জনের।
The post ফের করোনার থাবা আলিমুদ্দিনে, সংক্রমিত সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য appeared first on Sangbad Pratidin.