shono
Advertisement

Breaking News

School drop out

গত আট মাসে দেশে স্কুলছুট ১১.৭০ লক্ষ! শীর্ষস্থানে উত্তরপ্রদেশ

যোগীরাজ্যে স্কুলছুটের সংখ্যা ৭.৮৪ লক্ষ।
Published By: Kishore GhoshPosted: 04:11 PM Dec 11, 2024Updated: 04:11 PM Dec 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেরুয়া শাসনের রাজ্যগুলিতে বাড়ছে স্কুলছুটের সংখ্যা। এমনই তথ্য মিলছে লোকসভায়। আর স্কুলছুটের নিরিখে দেশের মধ্যে শীর্ষে বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। সোমবার লোকসভায় যে তথ্য মিলেছে তা যথেষ্ট উদ্বেগজনক। জানা গিয়েছে, ২০২৪-’২৫ আর্থিক বছরের প্রথম আট মাসে সারা দেশে ১১.৭০ লক্ষেরও বেশি শিশু স্কুলছুট হিসাবে চিহ্নিত হয়েছে। এর মধ্যেই উত্তরপ্রদেশ প্রথম। সংসদে একটি লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরি বলেছেন, যে এই ধরনের স্কুলছুট শিশুর সংখ্যা সর্বাধিক উত্তরপ্রদেশে। বিশেষজ্ঞরা বলছেন, এই রাজ্যগুলির সরকারের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র বৃহৎ পরিকাঠামো প্রকল্প এবং ধর্মীয় বিষয়কেন্দ্রিক। কিন্তু প্রাথমিক স্তরে শিক্ষা তাদের অগ্রাধিকারের তালিকায় নেই।

Advertisement

শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ তার নিজস্ব পোর্টালে বিভিন্ন রাজ্যের স্কুল পড়ুয়াদের এবং স্কুলছুট শিশুদের সম্পর্কিত তথ্য সরবরাহ করে। আর সেই তথ্য বলছে, সারা দেশে ১১.৭০ লক্ষেরও বেশি শিশু স্কুলের বাইরে। অর্থাৎ শিক্ষার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলে মন্ত্রী জানান। তথ্য বলছে, বর্তমানে স্কুল-বহির্ভূত শিশুদের সর্বাধিক সংখ্যা উত্তরপ্রদেশে। সেখানে এই সংখ্যাটি হল ৭.৮৪ লক্ষ। তার পরে রয়েছে ঝাড়খণ্ড। ওই রাজ্যে স্কুল ছুটের সংখ্যা ৬৫,০০০-এর বেশি। এবং অসমে ৬৩,০০০-এর বেশি৷ বিশেষজ্ঞদের মত, এর প্রধান কারণ হল দারিদ্র্য, অভিভাবকদের অজ্ঞতা এবং স্কুলে শিক্ষার নিম্নমান। সরকারি তথ্য অনুযায়ী, স্কুলছুট শিশুদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনতে উত্তরপ্রদেশের মাত্র ৩৫ শতাংশ শিশু নাম নথিভুক্ত করেছে। এই পরিসংখ্যানও যথেষ্ট আশঙ্কাজনক। তবে সবচেয়ে বেশি চিন্তার কারণ গেরুয়া শাসিত রাজ্যগুলিতে এই প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা ওই তথ্যে স্পষ্ট। এর মধ্যে উত্তরপ্রদেশ একাই দখল করেছে দেশের মোট স্কুলছুট শিশুর ৬০%।

বলা হচ্ছে, শীর্ষ তিন রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশে প্রায় ৮ লক্ষ শিশু স্কুলছুট হওয়ার পরিসংখ্যান শুধু আতঙ্কজনক নয়, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থার গভীর সংকটের দিকে ইঙ্গিত করে। এদিকে, ঝাড়খণ্ড ও বিজেপি শাসিত অসমেও স্কুলছুটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। মূলত আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে ঝাড়খণ্ডের এই পরিস্থিতি প্রকট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঝাড়খণ্ডে স্কুল ছুটের সংখ্যা ৬৫,০০০-এর বেশি।
  • অসমে ৬৩,০০০-এর বেশি৷
Advertisement