shono
Advertisement
Supreme Court

'গৃহযুদ্ধ বাঁধলে দায়ী প্রধান বিচারপতি', নিশিকান্তের মন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চেয়ে চিঠি

ওয়াকফ আইনে সুপ্রিম হস্তক্ষেপে ‘সংসদ তুলে দেওয়া’র নিদান দিয়েছিলেন নিশিকান্ত।
Published By: Amit Kumar DasPosted: 05:58 PM Apr 20, 2025Updated: 06:00 PM Apr 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দল দায়িত্ব ঝেড়ে ফেলেছে ইতিমধ্যেই। এবার সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতিকে নিয়ে লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে আরও বিপাকে পড়লেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আদালতের উদ্দেশে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণকে চিঠি লিখলেন আইনজীবী আনস তনবীর।

Advertisement

শনিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টকে নিশানা করে বলেন, ‘যদি আইন তৈরি করা সুপ্রিম কোর্টের কাজ হয় তাহলে সংসদ বন্ধ করে দিন।’ গোড্ডার বিজেপি সাংসদ প্রশ্ন তোলেন, “আপনাদের নিয়োগ করেছেন যাঁরা, আপনারা তাঁদের কী ভাবে নির্দেশ দিতে পারেন? আপনারা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চান।” শীর্ষ আদালতকে নিশানায় নিয়ে নিশিকান্ত আরও বলেন, 'এই দেশে গৃহযুদ্ধ বাঁধলে জন্য দায়ী থাকবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।' আর এক বিজেপি সাংসদ দীনেশ শর্মাও কড়া সুরে নিশানা করেন বিচারব্যবস্থাকে। তিনি বলে দেন, “রাষ্ট্রপতিই ‘সুপ্রিম’, তাঁকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না।”

দেশের বিচারব্যবস্থা নিয়ে পর পর এহেন মন্তব্যের জেরে স্বাভাবিক ভাবেই বিতর্ক চরম আকার নেয়। এই পরিস্থিতিতেই অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণকে চিঠি লেখেন ওই আইনজীবী। চিঠিতে আদালত অবমাননা আইনের ১৫ (১)বি, ৩(সি) ধারায় গোড্ডার সাংসদ নিশিকান্তর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। উনি প্রকাশ্যে যে ধরনের মন্তব্য করেছেন তা অপরাধমূলক, অত্যন্ত নিন্দনীয় ও বিভ্রান্তিকর। এই ধরনের মন্তব্যের উদ্দেশ্য সর্বোচ্চ আদালতের গরিমা ও অধিকার কমিয়ে দেওয়া। আমার অনুরোধ ওই সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি দেওয়া হোক।

এদিকে নিশিকান্তর মন্তব্য প্রকাশ্যে আসার পরই তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী শিবির। কংগ্রেসের মানিকম ঠাকুর বলেন, “সুপ্রিম কোর্টের উদ্দেশে এই ধরনের মন্তব্য অবমাননাকর। আশা করব বিচারপতিরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবেন।” আসাদউদ্দিন ওয়েইসি বলেন, “আপনারা টিউবলাইট। যে ১৪২ ধারা বিআর আম্বেদকরের আনা। তিনি আপনাদের থেকে অনেক দূরদৃষ্টিসম্পন্ন ছিলেন।” প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ওয়েইসির বক্তব্য, “আপনার লোকজন এতটাই অসহিষ্ণু যে এঁরা সুপ্রিম কোর্টকেও আক্রমণ করছে। এদের না আটকালে দেশ দুর্বল হবে। দেশবাসী আপনাকে ক্ষমা করবে না।” প্রবল চাপে পড়ে এই ইস্যুতে মুখ খুলেছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সোশাল মিডিয়ায় বার্তা দেন, ‘দীনেশ শর্মা এবং নিশিকান্ত দুবের মন্তব্য নিতান্তই তাঁদের ব্যক্তিগত। দলের এর সঙ্গে কোনও সম্পর্ক নেই। বিজেপি তাঁদের সঙ্গে একমত নয় এবং কখন এই ধরনের মন্তব্য সমর্থন করেনি।’ নাড্ডা জানান, বিজেপি যে শুধু এই মন্তব্য খারিজ করছে তাই নয়, দলের সকলকে বলে দেওয়া হয়েছে ভবিষ্যতে যেন এই ধরনের মন্তব্য না করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতিকে নিয়ে লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে আরও বিপাকে পড়লেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
  • সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণকে চিঠি লিখলেন আইনজীবী আনস তনবীর।
  • ওয়াকফ আইনে সুপ্রিম হস্তক্ষেপে ‘সংসদ তুলে দেওয়া’র নিদান দিয়েছিলেন নিশিকান্ত।
Advertisement