shono
Advertisement

হিন্দু ছাড়া কারও হাত থেকে খাবার না নেওয়ার ‘আবদার’, ক্রেতাকে যোগ্য জবাব জোম্যাটোর

অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার প্রশংসায় নেটিজেনরা৷ The post হিন্দু ছাড়া কারও হাত থেকে খাবার না নেওয়ার ‘আবদার’, ক্রেতাকে যোগ্য জবাব জোম্যাটোর appeared first on Sangbad Pratidin.
Posted: 02:43 PM Jul 31, 2019Updated: 02:43 PM Jul 31, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু যুবক ছাড়া কারও হাত থেকে খাওয়ার না নেওয়ার আবদার ক্রেতার৷ যদিও ক্রেতার আবদার মানতে নারাজ জোম্যাটো কর্তৃপক্ষ৷ জেদাজেদির বশে খাবারের অর্ডারই বাতিল করে দিলেন ক্রেতা৷ তবে তাতে কিছুই যায় আসে না অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার৷ খাবারের কোনও জাত হয় না বলেই সাফ জানিয়ে দিল কর্তৃপক্ষ৷ জোম্যাটোর জবাবে উচ্ছ্বসিত নেটিজেনরা৷

Advertisement

[আরও পড়ুন: ‘কেন সময়ে পৌঁছায়নি উন্নাওয়ের ধর্ষিতার চিঠি’, প্রশ্ন ক্ষুব্ধ প্রধান বিচারপতির]

অমিত শুক্লা নামে এক ব্যক্তি জোম্যাটোয় খাবার অর্ডার দেন৷ অর্ডার পাওয়ামাত্রই অনলাইন খাবার সরবরাহকারী সংস্থায় কর্মরত এক যুবক খাবার পৌঁছে দেবেন বলে স্থির হয়৷ নিয়মানুযায়ী, সেই মেসেজ পৌঁছে যায় অমিতের বৈধ মোবাইল নম্বরে৷ কিন্তু মেসেজ পাওয়ামাত্রই নিজের মত পরিবর্তন করেন অমিত৷ জানিয়ে দেন এই যুবকের মাধ্যমে পাঠানো খাবার নেবেন না তিনি৷ কিন্তু কেন খাবার নিতে অস্বীকার করলেন অমিত? মেসেজটি পুরো পড়ার পর জোম্যাটো কর্তৃপক্ষ বুঝতে পারে, ওই ডেলিভারি বয় আদতে হিন্দু নন৷ আর সেটাই অমিতের আপত্তির কারণ৷ তাই তিনি খাবার নিতে চান না৷ কোনও হিন্দু যুবক যদি তাঁর বাড়িতে এসে পৌঁছে দেন তবে তিনি খাবার নিতে পারেন বলেও জানান৷ টাকা ফেরত না পাওয়া গেলেও, খাবার নেবেন না বলেই নিজের অবস্থান স্পষ্ট করেন অমিত৷

ক্রেতার দাবি যদিও মানতে নারাজ জোম্যাটো কর্তৃপক্ষ৷ পালটা মেসেজ পাঠিয়ে অমিতকে জানানো হয়, ‘‘খাবারের কোনও ধর্ম হয় না৷ খাবার নিজেই একটি ধর্ম৷’’ যদিও এরপর অমিতের কাছ থেকে প্রত্যুত্তর পাওয়া যায়নি৷

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই আমাদের দেশের ঐতিহ্য৷ তা সত্ত্বেও ইদানীং সামনে আসছে বৈষম্যের ঘৃণ্য ছবি৷ যা দেখে রীতিমতো হতাশ শুভবুদ্ধিসম্পন্ন মানুষ৷ কিন্তু এই পরিস্থিতিতে জোম্যাটো কর্তৃপক্ষের উত্তরে খুশি নেটিজেনরা৷ অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার প্রশংসা করছেন সকলেই৷ যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জোম্যাটোর উত্তরকে যোগ্য জবাব বলে জানিয়েছেন অনেকেই৷

খাবার সরবরাহের ক্ষেত্রে যারা ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টা করে, সেই ক্রেতাদের এক্কেবারে নিষিদ্ধ ঘোষণার পরামর্শ নেটিজেনদের একাংশের৷


নেটিজেনদের টুইটের পালটা উত্তর দিয়েছেন জোম্যাটোর অধিকর্তা দিপেন্দর গোয়েল৷ টুইটে তিনি জানান, ‘‘মানুষের মূল্যবোধই আসল৷ তাই ব্যবসা নিয়ে না ভেবে, এই ধরনের ক্রেতাকে বাদ দেওয়াই ভাল৷’’

The post হিন্দু ছাড়া কারও হাত থেকে খাবার না নেওয়ার ‘আবদার’, ক্রেতাকে যোগ্য জবাব জোম্যাটোর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement