shono
Advertisement
Operation Sindoor

অপারেশন সিঁদুরের পর আজ দেশজুড়ে বাতিল চারশোরও বেশি বিমান, বন্ধ ২৭টি বিমানবন্দর

আগামী ১০ মে সকাল ৫টা ২৯ পর্যন্ত এই বিমানবন্দরগুলিতে কোনও যাত্রীবাহী বিমান ওঠানামা করবে না।
Published By: Subhodeep MullickPosted: 03:24 PM May 08, 2025Updated: 05:20 PM May 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিবার দেশজুড়ে চারশোরও বেশি উড়ান বাতিল করল একাধিক বিমান সংস্থা। বন্ধ রয়েছে মোট ২৭টি বিমানবন্দর। বুধবার পাক এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। তারপরই দেশজুড়ে বাতিল করা হয় দুশোরও বেশি উড়ান। বন্ধ ছিল ১৮টি বিমানবন্দর। এবার সেই সংখ্যাটা বেড়ে হল ২৭। শ্রীনগর, লেহ, জম্মু, চণ্ডীগড়ের পাশাপাশি তালিকায় রয়েছে অমৃতসর, লুধিয়ানা, ভাতিন্ডা, পাটিয়ালা, হালওয়ারা, পাঠানকোট, ভুন্তার, শিমলা, গাগ্গাল, ধরমশালা, কিশানগড়, জয়সলমীর, যোধপুর, বিকানের, মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্ডলা, কেশোদ, ভুজ, গোয়ালিয়র এবং হিন্দন বিমানবন্দর। আগামী ১০ মে সকাল ৫টা ২৯ পর্যন্ত এই বিমানবন্দরগুলিতে কোনও যাত্রীবাহী বিমান ওঠানামা করবে না। এমটাই দাবি করা হচ্ছে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে। 

Advertisement

সূত্রের খবর, নিরাপত্তার কথা মাথায় রেখে উত্তর, পশ্চিম এবং মধ্য ভারতের এই বিমানবন্দরগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইস জেট, আকাশা এয়ারের মতো উড়ান সংস্থাগুলি ইতিমধ্যেই বিবৃতি জারি করে একাধিক উড়ান বাতিলের কথা ঘোষণা করেছে।

এয়ার ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতিতে জানিয়েছে, আমাদের সামরিক কর্মীদের নিঃস্বার্থ সেবা এবং নিষ্ঠার জন্য এয়ার ইন্ডিয়া গ্রুপ কৃতজ্ঞ। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ৩১ মে ২০২৫ পর্যন্ত এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বুকিং থাকা সমস্ত প্রতিরক্ষাকর্মীদের টিকিট বাতিলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। পাশাপাশি, ৩০ জুন ২০২৫ পর্যন্ত রিশিডিউলিং চার্জ-এ এককালীন ছাড়ও দেওয়া হবে। 

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতেই মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়েছে। তাতে জানানো হয়েছে, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে। যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিবার দেশজুড়ে চারশোরও বেশি উড়ান বাতিল করল একাধিক বিমান সংস্থা।
  • বন্ধ রয়েছে মোট ২৭টি বিমানবন্দর।
  • বুধবার পাক এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত।
Advertisement