shono
Advertisement
Delhi Blast

‘আত্মঘাতী হামলা নিয়ে ভুল ভাবে সমাজ’, প্রকাশ্যে দিল্লি বিস্ফোরণের 'মাস্টারমাইন্ড' উমরের ভিডিওবার্তা

ভিডিওতে ঠিক কী বলেছেন তিনি?
Published By: Kishore GhoshPosted: 12:39 PM Nov 18, 2025Updated: 03:34 PM Nov 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১০ নভেম্বর লালকেল্লার সামনে গাড়িবোমা বিস্ফোরণ হয়। যাতে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। মূল অভিযুক্ত চিকিৎসক উমর মহম্মদ ওরফে উমর-উন-নবিরও মৃত্যু হয়েছে। এবার প্রকাশ্যে এসেছে তাঁর একটি ভিডিও। সেখানে ‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজের ভ্রান্ত ধারণা’ বিষয়ে বলতে দেখা গিয়েছে উমরকে। মনে করা হচ্ছে, দিল্লি বিস্ফোরণের আগে এই ভিডিও তৈরি করেন অভিযুক্ত। ভিডিওতে ঠিক কী বলেছেন তিনি?

Advertisement

ভিডিওতে দেখা গিয়েছে, সুঠাম স্বাস্থ্যের অধিকারী উমরের পরনে কালো টি-শার্ট। মুখে একগাল দাড়ি। পরিশিলিত বয়ানে এবং বিশুদ্ধ ইংরেজি উচ্চারণে সাধারণ বোমা বিস্ফোরণের সঙ্গে আত্মঘাতী বোমার ফারাক, কেন আত্মঘাতী বোমারু বানানো হয়, সেই ব্যাখ্যা দেন তিনি। উমর দাবি করেন, তাঁরা আত্মঘাতী বোমারু নন, বরং ইসলামের একজন শহিদ।

ধীরস্থির ভঙ্গিতে একজন আত্মঘাতী বোমারুর মানসিক অবস্থা আলোচনা করেন উমর। বলেন, "যখন কোনও ব্যক্তি এটা মেনে নেন যে, তাঁর মৃত্যু একটি নিশ্চিত সময় ও স্থানে হবে, তখন তাঁকে একটি ভয়ানক মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তখন তিনি এটাই মেনে চলেন যে, মৃত্যুই তাঁর একমাত্র লক্ষ্য।" এরপরেই আত্মঘাতী বোমারু নিয়ে সমাজের ভ্রান্ত ধারণার বিষয়ে বলেন উমর। তিনি বলেন,"আত্মঘাতী বোমারু বা হামলা নিয়ে ভুল ধারণা সমাজের।"

বলা বাহুল্য, এই ভিডিও তদন্তে নতুন মোড় আনল। তদন্তকারীদের ধারণা, হামলা চালানোর কিছুদিন আগে এই ভিডিও তৈরি করেন অভিযুক্ত চিকিৎসক। চিন্তার বিষয় হল, তথাকথিত জঙ্গি সংগঠনগুলির বাইরে ড. উমর মহম্মদের মতো শিক্ষিত ব্যক্তিরা সন্ত্রাসের রাস্তায় হাঁটছেন। এমনকী মানুষ মারার মতো জঘন্য কাজের ন্যায্যতা প্রমাণেরও চেষ্টা করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement