সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। দিল্লির এক আদালতের নির্দেশে কেজরি ও আরও কয়েকজনের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, সরকারি সম্পত্তি নষ্ট করার। আদালত দিল্লি পুলিশকে ১৮ মার্চের মধ্যে এই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে গ্রেপ্তার করে ইডি। সপ্তাহদুয়েক পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। পরে সুপ্রিম নির্দেশে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান। লোকসভা নির্বাচন শেষ হতেই ফের জেলে আত্মসমর্পণ করতে হয় আপ সুপ্রিমোকে। পরে আবগারি মামলায় কেজরিকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট। কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দিল্লি হাই কোর্ট। সেই স্থগিতাদেশ চলাকালীনই তিহাড় জেলে গিয়ে কেজরিকে গ্রেপ্তার করে সিবিআই।
ছ'মাস জেলবন্দি থাকার পরে অবশেষে গত সেপ্টেম্বরে জামিন পান অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন আপ সুপ্রিমো। সেই মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু ইডি মামলায় নিম্ন আদালতে জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই সিবিআইয়ের হাতে কেজরিওয়াল গ্রেপ্তার হন। কেজরির মুক্তির পরে আপ বার্তা দেয়, ‘হি ইজ ব্যাক।’ এবার ফের তাঁর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। অভিযোগ, জনতার টাকা নষ্ট করেছে সদ্য প্রাক্তন হওয়া কেজরি সরকার। সেই টাকায় সর্বত্র বড় বড় হোর্ডিং লাগিয়েছে তারা।
