সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত এক সপ্তাহ ধরে বিমান বিভ্রাটে জেরবার যাত্রীরা। নেপথ্যে বিমানসংস্থা ইন্ডিগোর অব্যবস্থা। এই ঘটনায় এবার দিল্লি হাই কোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। ইন্ডিগোর বিপর্যয়ের মধ্যে অন্য বিমান সংস্থাগুলি ৪০ হাজার টাকা পর্যন্ত ভাড়া বাড়ায়। যা নিয়ন্ত্রণে কেন্দ্রের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলল আদালত। পাশাপাশি সামগ্রিক পরিস্থতি নিয়েও উদ্বেগপ্রকাশ করে দিল্লি হাই কোর্ট।
ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো। দিনে গড়ে ২২০০টি উড়ান চালায় তারা। যদিও গত কয়েক দিনে শয়ে শয়ে উড়ান বাতিল করে সেই বিমান সংস্থা। নেপথ্যে কেন্দ্রের পাইলটদের পর্যাপ্ত বিশ্রাম সংক্রান্ত নির্দেশিকা। কিন্তু ইন্ডিগোর উড়ান বাতিলে সমস্যয় তুমুল হেনস্তার মুখে পড়েন যাত্রীরা। সেই সুযোগে অন্য বিমানসংস্থাগুলি টিকিটের মূল্যে বাড়াতে থাকে। এর ফলে যাত্রীরা আরও সমস্যায় পড়েন। এহেন পরিস্থিতিকে 'সংকট' বলে চিহ্নিত করেছেন বিচারপতি দিল্লি হাই কোর্টের বিচারপতি গেদেলার বেঞ্চে।
শুনানির সময় বিচারপতি প্রশ্ন করেন, "যদিও কোনও সংকট দেখা দেয়, তা হলে অন্য বিমান সংস্থাগুলিকে কী ভাবে সুবিধা নেওয়ার অনুমতি দিতে পারে? কী ভাবে বিমানভাড়া ৩৫-৪০ হাজার পর্যন্ত বাড়তে পারে? কী এমন ঘটতে পারে?" বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের ভূমিকার প্রশংসা করলেও কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। বিচারপতি উল্লেখ করেন, সংকটের পরিস্থিতিতে "যাত্রীরা হয়রানির শিকার হয়েছেন।" আদালত জানতে চায়, ‘‘যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কী পদক্ষেপ করা হয়েছিল?’’ অবিলম্বে যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে পদক্ষেপ করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
