সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে শীতকালীন অধিবেশনের মধ্যেই বিদেশ সফরে যাচ্ছেন রাহুল গান্ধী। এ বার জার্মানি যাচ্ছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা। তা নিয়ে প্রত্যাশিত ভাবেই কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। রাহুলকে 'পার্টি এবং পর্যটনের নেতা' বলে কটাক্ষ করেছে তারা। এর পাল্টা জবাব দিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশযাত্রীর প্রসঙ্গও।
আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত সংসদে শীতকালীন অধিবেশন চলবে। তার আগে ১৫ ডিসেম্বরই জার্মানির বার্লিনের উদ্দেশে রওনা দেবেন রাহুল। থাকবেন ২০ ডিসেম্বর পর্যন্ত। কংগ্রেস সূত্রে খবর, এই সফরে জার্মানির বিভিন্ন সরকারি আধিকারিকদের সঙ্গে রাহুলের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। দেখা করার কথা রয়েছে সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গেও। রাহুলের এই সফরকে কটাক্ষ করে এক্স হ্যান্ডলের পোস্টে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা লিখেছেন, "প্রশ্ন হল, রাহুলের উদ্দেশ্যটা কী? আবার ভারতের বদনাম করে আসা? বিহার ভোটের সময় উনি কোথায় গিয়েছিলেন? আবার একটা ছুটি! সাধারণত মানুষ কাজের ফাঁকে ছুটি নেয়। এই লোকটা দুটো ছুটির মাঝে কাজ করে।" বিজেপির মুখপাত্রের সংযোজন, "ভাই পুরোপুরি ছুটির মেজাজে। বোনকে এখনও ওঁর হয়ে কথা বলতে হচ্ছে!"
এর পাল্টা জবাব দিয়েছেন প্রিয়াঙ্কা। সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মোদিজি তো অধিকাংশ সময়েই দেশের বাইরে কাটান। ওরা কেন বিরোধী দলনেতার সফর নিয়ে এত কথা বলছে?" রাহুল ঘনিষ্ঠ বলে পরিচিত কংগ্রেস সাংসদ গৌরব গগই বলেন, "রাহুল গান্ধীর প্রশ্নের কোনও উত্তর বিজেপির কাছে নেই। সেই কারণেই ওরা ওঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।"
