সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোচনা হচ্ছিল SIR ইস্যুতে। ভোটচুরি নিয়ে কংগ্রেসের সুরে সুর মিলিয়ে কেন্দ্রকে তোপ দাগার কথা ছিল তাঁর। সেই কাজটি তিনি করলেনও। কিন্তু একই সঙ্গে সংসদে দাঁড়িয়ে ঘুরিয়ে কংগ্রেসকেও নিশানা করলেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। যদিও পুরোটাই তিনি করলেন মজার ছলে। কিন্তু ওই মজাতে কি প্রচ্ছন্ন বার্তা ছিল জোটসঙ্গীর উদ্দেশে?
অখিলেশের দাবি, ভারতে এখন শুধু ভোটচুরি হচ্ছে না। রীতিমতো ডাকাতি হচ্ছে। যেটা শুরু হয়েছিল সেই নির্বাচনী বন্ড থেকে। সমাজবাদী পার্টির সুপ্রিমো বলছেন, "ইলেকটোরাল বন্ডে সবথেকে বেশি টাকা পেয়েছে কেন্দ্রের শাসক দল। তারপরই পেয়েছে কংগ্রেস। আর কংগ্রেস এমন এক জোটসঙ্গী যারা আমাদের কিছুই বলে না। কোথা থেকে যে এই টাকাগুলো পাওয়া যায়...।"
হিসাব বলছে, সুপ্রিম কোর্ট যে নির্বাচনী বন্ড বাতিল করেছে, সেই বন্ডে দেশের মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি। গেরুয়া শিবির ৬ হাজার কোটি টাকা অনুদান পেয়েছে। সে তুলনায় অনেক পিছিয়ে কংগ্রেস। ইলেকটোরাল বন্ডে কংগ্রেস পেয়েছে ১৩৩৪ কোটি টাকা। আর সমাজবাদী পার্টির কপালে জুটেছে মাত্র ১৪ কোটি। অখিলেশের আক্ষেপ, জোটসঙ্গী হয়েও কংগ্রেস জানায় না কীভাবে ভোটের চাঁদা তুলতে হয়।
তবে পুরো ব্যাপারটা মজার ছলে হলেও এর নেপথ্যে গম্ভীর রাজনৈতিক বার্তা থাকতে পারে। ইন্ডিয়া জোটের অনেক শরিক দলই জোটের অন্দরে কংগ্রেসের 'দাদাগিরি'তে ক্ষুব্ধ। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব অন্য শরিকদের সঙ্গে যোগাযোগ রাখছে না বলেও অভিযোগ তোলে শরিকরা। অখিলেশের কণ্ঠে সেই অভিযোগই কি প্রতিধ্বনিত হল?
