সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে নেই করোনা মোকাবিলার পর্যাপ্ত সুরক্ষার সরঞ্জাম। সোশ্যাল মিডিয়ায় এই অপ্রিয় সত্য পোস্ট করায় দিল্লিতে হাসপাতাল কর্তৃপক্ষের রোষাণলে এক চিকিৎসক। ফলে তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সঙ্গে চিকিৎসকের নামে মিথ্যে অভিযোগও দায়ের করে হাসপাতালের সুপারিন্টেডেন্ট।
উত্তর দিল্লির রয়েছে দ্যা হিন্দু রাও হাসপাতাল (The Hindu Rao Hospital)। এই হাসপাতালেরই এক অস্থি চিকিৎসক পীযুষ সিংকে বের করে দেওয়ার সিদ্ধন্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। করোনার মোকাবিলায় হাসপাতালে পর্যাপ্ত মাস্ক-সহ সুরক্ষার সরঞ্জাম মজুত নেই। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় চিকিৎসক পোস্ট করায় হাসপাতাল কর্তৃপক্ষের রোষাণলে পড়েন তিনি। তাই হাসপাতাল কর্তৃপক্ষ খড়গহস্ত হয়ে ওঠেন চিকিৎসকের উপরে। তবে অবাক করা বিষয় হল চিকিৎসকের বরখাস্ত করার নোটিশে লেখা রয়েছে, ‘হাসপাতালের ঐতিহ্যকে কালিমা লিপ্ত করার অপরাধে তাঁকে বরখাস্ত করা হল।’ তবে এর আগেও উক্ত চিকিৎসককে হাসপাতালের তরফ থেকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। কারণ তিনি হিন্দু রাও হাসপাতালের নিয়ম ভেঙে অস্থি বিভাগের করুণ দশার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তিনি দেখিয়েছিলেন কীভাবে রোগীর বেডের উপরে ছাদ চুঁয়ে জল পড়ছে। সেই ভিডিও দেখেও উত্তেজনা ছড়ায় দিল্লির কয়েকটি সংবাদ মাধ্যমে। ফলে তখনও হাসপাতাল কর্তৃপক্ষের রোষাণলে পড়তে হয় তাঁকে। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে বারবার শোকজ নোটিশ দিয়ে জানতে চান, কেন হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে সরাসরি সোশ্যাল মিডিয়ায় চিকিৎসক এই ভিডিও পোস্ট করলেন? ও নিজের অভিযোগ জানালেন? এমনকি এই ঘটনার পরও ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসক পীযুষ সিংকে নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয় কেন তাঁকে হাসপাতালে বহাল রাখা হবে? তবে সেই সমস্যা মিটে গেলেও প্রায় একমাসের বিরতির পর এই চিকিৎসক ফের সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের সম্পর্কে অভিযোগ করায় হাসপাতাল কর্তৃপক্ষের বাধাভাঙা ক্ষোভ গিয়ে পড়ে চিকিৎসকের উপরে। তারা চিকিৎসককে হাসপাতাল থেকে বরখাস্ত করে ও তাঁর নামে হাসপাতালের সরঞ্জাম চুরির অপবাদ দেয়।
[আরও পড়ুন:লকডাউনেই ফিরিয়ে আনা হবে ভিনরাজ্যে আটকে থাকা মানুষদের, ঘোষণা অসম সরকারের]
এরপরই টুইট করে চিকিৎসক জানান, “হাসপাতালের করুণ চিত্র তুলে ধরাই আমার ভুল ছিল। কিন্তু আমি কোনও চুরি করেননি। আর কেনই বা হাসপাতালের সুরক্ষার সরঞ্জাম চুরি করব। ওগুলো তো আমাদের জন্যই দেওয়া হয়েছিল।” তবে এখানেই শেষ নয়, এই পরিস্থিতিতে ভেঙে না পড়ে সোশ্যাল মিডিয়ায় তিনি মানুষকে সচেতন করার বার্তাও দিয়েছেন। তিনি সকলকে অনুরোধ করেছেন লকডাউনের নিয়ম মেনে বাড়িতেই থাকতে যাতে সংক্রমণ না ছড়ায়।
[আরও পড়ুন:লকডাউনে বাতিল সাত পাকে বাঁধা থেকে অন্নপ্রাশন, বিপুল লোকসানের মুখে ডেকরেটিং ব্যবসা]
The post করোনা মোকাবিলায় হাসপাতালের দুর্দশার তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট, বরখাস্ত চিকিৎসক appeared first on Sangbad Pratidin.
