shono
Advertisement

Breaking News

Delhi

অ্যাকাউন্টে ৩৩১ কোটি, গুজরাটের নেতার বিয়ের খরচ মেটালেন অ্যাপ বাইক চালক! চোখ কপালে ইডির

এই অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থের আসল উৎস লুকানোর চেষ্টা করা হয়েছে।
Published By: Anustup Roy BarmanPosted: 02:37 PM Nov 29, 2025Updated: 08:57 PM Nov 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইক চালিয়ে সংসার চলে। আর দিল্লির সেই র‍্যাপিডো চালকই নাকি মেটালেন যুব নেতার বিয়ের খরচ। উদয়পুরের তাজ প্যালেসে ওই বিয়ের আসরে খরচ হয় এক কোটি টাকারও বেশি। ইডি-র তদন্তে জানা গিয়েছে আসল সত্য।

Advertisement

1xBet সংক্রান্ত একটি অনলাইন বেটিং চক্রের বিরুদ্ধে তদন্ত চলাকালীন এই র‍্যাপিডো ড্রাইভারের অ্যাকাউন্টে একাধিক অবৈধ লেনদেন নজরে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সেই তদন্তে নেমেই ইডি জানতে পারে গুজরাটের যুব নেতা আদিত্য জুলার বিয়ের কথা। জানা যায়, উদয়পুরের তাজ প্যালেসে আদিত্যর বিয়েতে খরচ হয় এক কোটি টাকারও বেশি। সেই টাকা মেটানো হয় ওই র‍্যাপিডো চালকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।

এর পাশাপাশি, ২০২৪ সালের আগস্ট থেকে শুরু করে ২০২৫ সালের এপ্রিল মাসের মধ্যে এই একই অ্যাকাউন্ট ব্যবহার করে ৩৩১.৩৬ কোটি টাকার লেনদেন করা হয়েছে। ইডি আধিকারিকরা জানিয়েছেন, ওই র‍্যাপিডো চালকের অ্যাকাউন্ট ব্যবহার করে এই লেনদেন করা হলেও এমন হতেই পারে তিনি নিজে সেই খবর জানতেন না। অথবা তিনি সব জেনেই অ্যাকাউন্টটি ভাড়া দিয়েছিলেন ব্যবহার করার জন্য।

অ্যাকাউন্টটিতে বিভিন্ন অজানা উৎস থেকে টাকা পাঠানো হয়েছে। পাশাপাশি, টাকা আসার পরেই সেই টাকা আবার অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। এর মধ্যে কিছু সূত্র অবৈধ বেটিং চক্রের সঙ্গেও যুক্ত।

তদন্তকারীদের ধারণা, এই অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থের আসল উৎস লুকানোর চেষ্টা করা হয়েছে। জমা টাকার পরিমাণ এবং চালকের অ্যাকাউন্টের অপব্যবহার ইডি আধিকারিকদেরও অবাক করে দিয়েছে। তাঁদের দাবি ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপব্যবহারের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। এই প্রসঙ্গে সকলকে সতর্ক করেছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • র‍্যাপিডো চালকই নাকি মেটালেন যুব নেতার বিয়ের খরচ।
  • বিয়ের আসরে খরচ হয় এক কোটি টাকারও বেশি।
  • ইডি-র তদন্তে জানা গিয়েছে আসল সত্য।
Advertisement