shono
Advertisement

খর্ব কেজরির ক্ষমতা! আইনে পরিণত হল বিতর্কিত আমলা বিল

সোমবারই সংসদে পাশ হয়ে গিয়েছিল বিলটি।
Posted: 01:30 PM Aug 12, 2023Updated: 01:30 PM Aug 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি দখলের লড়াইয়ে পরাস্ত কেজরি সরকার! আগেই সংসদে পাশ হয়ে গিয়েছিল। এবার মিলল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন। আইনে পরিণত হল বিতর্কিত দিল্লি অর্ডিন্যান্স বিল। গত ১ আগস্ট বিলটি সংসদে পেশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

Advertisement

লোকসভায় পাশ হওয়ার পরে রাজ্যসভায় এই বিলটি পেশ হয়েছিল গত সোমবার রাতে। মোদি সরকারকে ঘিরে ফেলার ছক ছিল বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের। তবে স্রেফ অঙ্কের হিসেবেই শাসকদল যে রণে সুবিধাজনক অবস্থায় ছিল তা বোঝাই যাচ্ছিল। বিলের পক্ষে ভোট দেন ১৩১ জন সাংসদ। বিপক্ষে ভোট পড়ে ১০১টি। পাশ হয়ে যায় বিলটি। এবার সেই বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি।

[আরও পড়ুন: মাথায় সেনার হাত, রাশ রাওয়ালপিণ্ডির হাতেই, মানলেন শাহবাজ]

উল্লেখ্য, সেই ২০১৮ সাল থেকে উপরাজ্যপালের ক্ষমতা এবং দিল্লি (Delhi) সরকারের সীমাবদ্ধতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়াই করছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার। সেই মামলায় ৫ সদস্যের এক সাংবিধানিক বেঞ্চ গঠন হয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, উপরাজ্যপাল নয়, আসল প্রশাসনিক ক্ষমতা থাকা উচিত নির্বাচিত সরকার এবং মন্ত্রিসভার হাতেই।

সুপ্রিম নির্দেশের পরই The Government of CNCT of Delhi (Amendment) ordinance শীর্ষক একটি অধ্যাদেশ আনে কেন্দ্র। গঠন করা হয় ‘ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিসেস অথরিটি’। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি অ্যাক্ট, ১৯৯১-কে সংশোধন করে এই অধ্যাদেশ আনে মোদি সরকার।

[আরও পড়ুন: সহপাঠিনীকে প্রেম নিবেদনে জোর! না পারায় স্বপ্নদীপকে ‘সমকামী’ বলে মশকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement