shono
Advertisement

Breaking News

Uttar Pradesh

২০ টাকা চাওয়ার শাস্তি! বালককে গলা টিপে খুনের অভিযোগ কাকার বন্ধুর বিরুদ্ধে

প্রমাণ লোপাট করতে বালকের দেহ প্রায় ৭০০ মিটার দূরে হাই ড্রেনে ফেলে দেন অভিযুক্ত।
Published By: Subhankar PatraPosted: 09:03 PM Jan 12, 2025Updated: 09:03 PM Jan 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাবার কেনার জন্য কাকার বন্ধুর কাছে ২০ টাকা চেয়েছিল নয় বছরের বালক। রাগে তাকে খুন করে দেহ লোপাটের অভিযোগ উঠল এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

অভিযুক্ত যুবকের নাম অঙ্কিত জৈন। তিনি একটি সংস্থায় ডেলিভার বয় হিসাবে কাজ করেন। মৃত বালকের কাকার প্রতিবেশী তিনি। গত ডিসেম্বর মাসের ২৮ তারিখ ঘটনার দিন লাকি সাক্সেনা নামে ওই বালক অঙ্কিতের কাছে ২০ টাকা চায়। রেগে গিয়ে লাকিকে সপাটে চড় মারেন অভিযুক্ত। পরে ওই যুবক গলা টিপে লাকিকে খুন করেন বলে অভিযোগ। প্রমাণ লোপাট করতে ডেলিভারি সংস্থার ব্যাগে লাকির দেহ ভরে তা বাড়ি থেকে প্রায় ৭০০ মিটার দূরে হাই ড্রেনে ফেলে দেন যুবক।

এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ জানান বাবা-মা। ঘটনার ১০ দিন পর জানুয়ারি মাসের ৮ তারিখ বালকের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। মিরাটের পুলিশ সুপার আয়ুষ বিক্রম সিং বলেন, "এলাকার সিসিটিভি ফুটেজে অঙ্কিতকে ব্যাগ কাঁধে দেখা গিয়েছিল। ৭০০ মিটার দূরে ড্রেনে দেহ ফেলে পালিয়ে যায় যুবক।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, ১৩৭-২ অর্থাৎ অপহরণ, ১৪০-১ অর্থাৎ খুনের উদ্দেশ্যে অপহরণ, ১০৩-১ খুন ও ২৩৮ ধারায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খাবার কেনার জন্য কাকার বন্ধুর কাছে ২০ টাকা চেয়েছিল নয় বছরের বালক।
  • রাগে তাকে খুন করে দেহ লোপাটের অভিযোগ উঠল এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে।
  • ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement