সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রাজনীতিতেও চওড়া হচ্ছে করোনার করাল থাবা। নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ ভারতের এক বিধায়কের মৃত্যু হল। বুধবার সকালে চেন্নাইয়ের এক হাসপাতালে তামিলনাড়ুর ডিএমকে(DMK) বিধায়ক জে আনবাঝাগনের (J Anbazhagan) মৃত্যু হয়৷ প্রসঙ্গত বুধবারই ছিল ওই বিধায়কের জন্মদিন৷ করোনা আক্রান্ত হয়ে দেশে এই প্রথম কোনও রাজনৈতিক নেতার মৃত্যু হল৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ডিএমকে প্রধান-সহ বাকি নেতৃত্বও। প্রসঙ্গত, এর আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ একাধিক হেভিওয়েট নেতা আক্রান্ত হয়েছেন।
তামিলনাড়ুয়ে দ্রুত হারে ছড়াচ্ছে সংক্রমণ। যা রক্তচাপ বাড়াচ্ছে সরকারের। এবার রাজনীতির অলিন্দেই হানা দিল নোভেল করোনা ভাইরালস। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২ জুন করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভরতি হন ডিএমকে বিধায়ক৷ মঙ্গলবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। হাজার চেষ্টা সত্ত্বেও বিধায়কের স্বাস্থ্যের উন্নতি হয়নি। বুধবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ভেন্টিলেশন-সহ যাবতীয় মেডিক্যাল সাপোর্ট দেওয়া হয়েছিল। তারপরেও আনবাঝাগনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল৷ সকাল ৮টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে৷
[আরও পড়ুন : ‘চিন ভারতের ভূখণ্ড দখল করে নিল, অথচ প্রধানমন্ত্রী নীরব’, লাদাখ ইস্যুতে তোপ রাহুলের]
তামিলনাড়ুর দুঁদে ও জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন জে আনবাঝাগন। ২০০১, ২০১১ ও ২০১৬- পরপর তিনবার চেন্নাইয়ের টি নগর আসন থেকে জিতে বিধায়ক হন৷ ডিএমকে-র প্রবীণ নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি৷ দলের বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন৷ এদিকে বিধায়কের মৃত্যুতে খালি হল আরও বিধানসভার আরও একটি আসন খালি হল৷ এই নিয়ে ডিএমকে-র তিন বিধায়কের মৃত্যুতে মোট তিনটি আসন খালি হল। তবে একের পর এক জনপ্রতিনিধির করোনা আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক আগেই বেড়েছিল রাজনীতিবিদদের অন্দরমহলে। জে আনবাঝাগনের মৃত্যু সেই আতঙ্ক আরও উসকে দিয়ে গেল।
[আরও পড়ুন : করোনা আবহেই মেয়ের বিয়ে দিচ্ছেন কেরলের মুখ্যমন্ত্রী, জামাই দলেরই যুবনেতা মহম্মদ রিয়াজ]
The post করোনার বলি DMK বিধায়ক, দেশে এই প্রথম আক্রান্ত জনপ্রতিনিধির মৃত্যু appeared first on Sangbad Pratidin.