shono
Advertisement
Congress

‘দোস্ত দোস্ত না রাহা’, আমেরিকার শুল্ক হুমকির পরই ট্রাম্প-মোদির ‘বন্ধুত্ব’কে খোঁচা কংগ্রেসের

আর কী বলল কংগ্রেস?
Published By: Subhodeep MullickPosted: 02:29 PM Aug 05, 2025Updated: 02:31 PM Aug 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার ভারতের উপর আরও চড়া শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ট্রাম্পের ‘বন্ধুত্ব’কে খোঁচা দিল কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “দোস্ত দোস্ত না রাহা (বন্ধু আর বন্ধু থাকল না)।”

Advertisement

মঙ্গলবার বিজেপিকে খোঁচা দিয়ে জয়রাম বলেন, “একটা জনপ্রিয় হিন্দি গান আছে। দোস্ত দোস্ত না রাহা। প্রধানমন্ত্রী নিশ্চয়ই এটা জানেন। এই পরিস্থিতিতে মনে হচ্ছে, দোস্ত দোস্ত না রাহা, ট্রাম্প ইয়ার হামে তেরা অ্যাতবার না রাহা (বন্ধু আর বন্ধু থাকল না, ট্রাম্প, আমার বন্ধু, আমরা আর তোমাকে বিশ্বাস করি না।)” তিনি আরও বলেন, “মোদি একসময় দাবি করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট তাঁর বিশেষ বন্ধু। তাঁদের সম্পর্ক অনেক দিনের। এর ফলাফল কী হল? ট্রাম্প ভারতের উপর আরও চড়া শুল্ক চাপানোর হুমকি দিচ্ছেন। এই বন্ধুত্ব খুবই ব্যয়বহুল প্রমাণিত হল। প্রধানমন্ত্রীকে এর উত্তর দিতে হবে।”   

প্রসঙ্গত, সোমবার ভারতের উপর আরও চড়া শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি তাঁর সোশাল মিডিয়া ট্রুথ সোশালে লেখেন, ‘ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে। সেই তেলের বেশিরভাগই তারা খোলা বাজারে বিক্রি করে মুনাফা কামাচ্ছে। রাশিয়ার লাগাতার হামলার জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউক্রেন। ইউক্রেনের মৃত্যুমিছিলে আদও রুশ ‘বন্ধু’ ভারতের কিছু এসে যায় না। এই কারণেই আমেরিকা ভারতের উপর আরও চড়া হারে শুল্ক আরোপ করবে।’

যদিও ট্রাম্পের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে জানায়, নিজের স্বার্থে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে আমেরিকাও। পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়নকেও তোপ দেগেছে নয়াদিল্লি। ভারত সাফ জানিয়ে দিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে যাচ্ছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। ভারত যে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই কাজ করে যাবে, তা-ও ফের একবার স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার ভারতের উপর আরও চড়া শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ট্রাম্পের ‘বন্ধুত্ব’কে খোঁচা দিল কংগ্রেস।
  • কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “দোস্ত দোস্ত না রাহা (বন্ধু আর বন্ধু থাকল না)।”
Advertisement