সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে মহারাষ্ট্রের মহাজট কাটতে চলেছে! বিজেপির ফর্মুলা মেনে উপমুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছেন একনাথ শিণ্ডে। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে। শোনা যাচ্ছে, মন্ত্রিসভার বণ্টন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এর পর শুধু শপথের অপেক্ষা।
দিল্লিতে অমিত শাহের সঙ্গে মহাজুটির তিন বড় নেতার বৈঠকের পর মনে হচ্ছিল, এই বুঝি মুখ্যমন্ত্রীর পদ নিয়ে সাসপেন্স কাটতে চলেছে। হয়তো বিজেপির দেওয়া উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাবে রাজি হয়ে যাবেন অজিত পওয়ার এবং একনাথ শিণ্ডে। সেইমতো মুখ্যমন্ত্রীর শপথের দিনক্ষণও একপ্রকার নিশ্চিত করে ফেলা হয়েছিল। কিন্তু হঠাৎ সবটা ভেস্তে দিয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরে যান শিণ্ডে। বিজেপি তাঁকে উপমুখ্যমন্ত্রী হওয়ার যে প্রস্তাব দিয়েছিলেন তাতে রাজি ছিলেন না শিণ্ডে সেনার প্রধান। তাঁর বক্তব্য ছিল, তাঁর নেতৃত্বেই ভোটে জিতে এসেছে মহাজুটি। তাই মুখ্যমন্ত্রী হওয়ার অধিকার তাঁরই।
গ্রামের বাড়িতে গিয়ে বসে থাকা শিণ্ডের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বিজেপি নেতারা। তাঁকে বিকল্প ফর্মুলার প্রস্তাব দেওয়া হয়। প্রথমে গড়িমসি করলেও শেষে সেই প্রস্তাবে শিণ্ডে রাজি হয়েছেন বলে সূত্রের খবর। মঙ্গলবার অসুস্থতার জন্য ঠানের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তারপরই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, শিণ্ডে রাজি হয়েছেন উপমুখ্যমন্ত্রী হতে। তাতে অবশ্য তাঁর একাধিক মন্ত্রকের দাবি মেনে নিয়েছে বিজেপি। নতুন ফর্মুলা অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর আজাদ ময়দানে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবেন। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিণ্ডে এবং অজিত পওয়ার।
মন্ত্রক বণ্টনের নয়া ফর্মুলা অনুযায়ী, বিজেপির হাতে থাকবে ২২টি মন্ত্রক। ১২টি মন্ত্রক এবং বিধান পরিষদের চেয়ারম্যান পদ পাবে শিণ্ডে সেনা। অজিত পওয়ার শিবির অবশ্য তুলনায় ভাল 'ডিল' পেয়েছে। বিধানসভার ডেপুটি চেয়ারম্যান-সহ ৯-১০টি মন্ত্রক পাবেন অজিত। তিনি নিজে উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী হবেন। যদিও সবটাই জল্পনার স্তরে। চূড়ান্ত ঘোষণা না হওয়ার পর্যন্ত বিশ্বাস করা যায় না।