shono
Advertisement
Kerala

শুঁড়ে তুলে আছাড়! কেরলে উৎসবের ভিড়ে মত্ত হাতির তাণ্ডব, আহত ১৭

ভাইরাল হয়ে গিয়েছে হাতির হামলার ভিডিও।
Published By: Biswadip DeyPosted: 04:23 PM Jan 08, 2025Updated: 04:23 PM Jan 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের মালাপ্পুরাম জেলায় উৎসব চলাকালীন আচমকাই মেজাজ হারিয়ে রণমূর্তি ধারণ করল এক হাতি। তার হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন গুরুতর আহত।

Advertisement

জানা গিয়েছে, তিরুরে পুথিয়াঙ্গাদি উৎসবে সকলে একত্রিত হন। সেখানে পাঁচটি হাতি নিয়ে আসা হয়। তারা সকলেই সোনালি প্লেটে সজ্জিত ছিল। আচমকাই তাদের মধ্যে একটি হাতি ক্ষেপে যায়। মাহুতও তাকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। হাতিটি এরপরই হামলা করে সেখানে উপস্থিত ব্যক্তিদের।

পক্কথু শ্রীকুট্টান নামের সেই হাতিকে দেখা যায় শুঁড়ে করে একজনকে শূন্যে দোলাতে। জানা গিয়েছে, ওই ব্যক্তির শারীরিক অবস্থা সংকটজনক। তবে বাকিদের আহত হওয়ার পিছনে অন্যতম কারণ পদপিষ্ট হওয়া। হাতিটি উন্মত্ত হয়ে পড়ার পর তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। চেন দিয়ে তাকে বাঁধার চেষ্টা করা হয়। প্রায় ঘণ্টা দুয়েক চেষ্টা করার পর তা করা সম্ভব হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেরলের মালাপ্পুরাম জেলায় উৎসব চলাকালীন আচমকাই মেজাজ হারিয়ে রণমূর্তি ধারণ করল এক হাতি।
  • তার হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন গুরুতর আহত।
  • ভাইরাল হয়ে গিয়েছে হাতির হামলার ভিডিও।
Advertisement