shono
Advertisement
Congress

'পাকিস্তানের থেকে শিখুন', সংসদে বিশেষ অধিবেশনের দাবিতে সরব খাড়গে

আত্মপ্রশংসা থেকে বিরত থাকার পরামর্শ প্রধানমন্ত্রীকে।
Published By: Amit Kumar DasPosted: 08:15 PM Jun 01, 2025Updated: 08:15 PM Jun 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর প্রসঙ্গে সংসদে বিশেষ অধিবেশনের দাবিতে মোদিকে সরকারকে পাকিস্তান দেখাল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানের থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

Advertisement

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রবিবার খাড়গে বলেন, "কেন্দ্র সরকারের পাকিস্তানের থেকে শিক্ষা নেওয়া উচিত। দুই দেশের সংঘাতের পর সেই বিষয়ে আলাপ-আলোচনার জন্য পাকিস্তান বিশেষ অধিবেশনের ডাক দিয়েছিল। ভারতেরও উচিত বিষয়টিকে একইরকম গুরুত্ব দিয়ে দেখা।" পাশাপাশি নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে খাড়গে আরও বলেন, "প্রধানমন্ত্রীর উচিত ঢাক পেটানো বন্ধ করা। প্রধানমন্ত্রীর আত্মপ্রশংসা থেকে বিরত থাকা উচিত। পূর্ণাঙ্গ রিপোর্ট না আসা পর্যন্ত এই নিয়ে নির্বাচনী প্রচার চালানো ঠিক নয়।" একইসঙ্গে বলেন, "আমরা শুধুমাত্র বলেছি, সংসদে বিশেষ অধিবেশন ডেকে আলোচনা করার জন্য। পাকিস্তানও সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে। এই বিষয়ে আলোচনা করেছে। আমরা জানি কোথায় কোনটা বলা উচিত। যেখানে রাষ্ট্রের স্বার্থ জড়িয়ে রয়েছে সেখানে সকলের একজোট হওয়া এবং আপত্তিকর মন্তব্য না করাই উচিত। আমাদের মধ্যে কেউই দেশের বিরুদ্ধে কোনও মন্তব্য করবে না। গোটা দেশ আমাদের বীর সেনাবাহিনীর পাশে রয়েছে।"

উল্লেখ্য, সম্প্রতি বিদেশের মাটিতে দেওয়া সাক্ষাৎকারে দেশের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান স্বীকার করে নিয়েছেন পাক হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। অথচ এতদিন দেশের অন্দরে এই বিতর্ক মাথাচাড়া দিলেও সরাসরি এই ইস্যুতে কোনও মন্তব্য করা হয়নি ভারতের তরফে। রাহুল গান্ধী আগেও প্রশ্ন তুলেছিলেন যুদ্ধবিমান ধ্বংসের বিষয় নিয়ে। সেই ডামাডোলের মাঝেই অনিল চৌহানের মন্তব্য দেশে বিতর্কের জন্ম দেয়। খাড়গে বলেন, 'মোদি সরকার দেশকে বিভ্রান্ত করছে। যুদ্ধের কুয়াশা এখন ক্রমশ পরিষ্কার হচ্ছে।’

একইসঙ্গে গতকাল খাড়গে লেখেন, ‘এই বিষয়ে কৌশলগত পর্যালোচনার প্রয়োজন রয়েছে। কার্গিল পর্যালোচনা কমিটির মতো একটি নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে দেশের প্রতিরক্ষা প্রস্তুতির পর্যালোচনার প্রয়োজন রয়েছে।’ সংসদে বিশেষ অধিবেশনের দাবিতে এবার পাকিস্তানের উদাহরণ টেনে সরব হলেন খাড়গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অপারেশন সিঁদুর প্রসঙ্গে সংসদে বিশেষ অধিবেশনের দাবিতে মোদিকে সরকারকে পাকিস্তান দেখাল কংগ্রেস।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানের থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
  • প্রধানমন্ত্রীকে আত্মপ্রশংসা থেকে বিরত থাকার পরামর্শ খাড়গের।
Advertisement