সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জঙ্গি হামলায় রক্তাক্ত উপত্যকায়। জম্মু ও কাশ্মীরের কুলগাম এক প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে হামলা চালাল জঙ্গিরা। ভয়ংকর এই হামলায় মৃত্যু হয়েছে মনজুর আহমেদ ওয়াগই নামে ওই সেনাকর্মীর। পাশাপাশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রী ও কন্যা। এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী।
পুলিশ সূত্রে জনা গিয়েছে, সোমবার এই হামলার ঘটনা ঘটে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার বেহিবাগ এলাকায়। প্রাক্তন সেনাকর্মী মনজুরের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন মনজুর। তাঁর তলপেটে গুলি লাগে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জঙ্গিদের হাত থেকে রেহাই পাননি তাঁর পরিবারের সদস্যরাও। মনজুরের স্ত্রী ও কন্যাও গুলিবিদ্ধ হন। তাঁদের পায়ে গুলি লেগেছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
এই হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই এলাকায় উপস্থিত হন স্থানীয় পুলিশ। পাশাপাশি গোটা এলাকা ঘিরে ফেলে আধা সামরিক বাহিনী ও সেনা জওয়ানরা। জঙ্গিদের খোঁজে এলাকাজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। উল্লেখ্য, উপত্যকায় জঙ্গিদের সমূলে নিকেশ করতে লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। সেই অভিযানে সাফল্যের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আসছে প্রত্যাঘাত। গত ১৯ জানুয়ারি সোপোর এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন এক জওয়ান। তার আগে গতবছরের অক্টোবর মাসে গুলমার্গে সেনার গাড়িতে জঙ্গি হামলায় প্রাণ হান দুই সেনা জওয়ান-সহ এক সাধারণ নাগরিক।
