সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের দাবি মেনে নিল কেন্দ্র। এবার থেকে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র পুলিশের পরীক্ষা দেওয়া যাবে বাংলা-সহ ১৩টি আঞ্চলিক ভাষাতে। শনিবার এই মর্মে বিবৃতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অর্থাৎ দেশের সব প্রান্তের পরীক্ষার্থীরা নিজ নিজ ভাষায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশের (CAPF) কনস্টেবল পদে পরীক্ষা দিতে পারবেন।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সশস্ত্র বাহিনীতে নিজ নিজ এলাকায় স্থানীয়দের যোগদান বাড়াতে এই ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ নিয়েছেন। এত দিন পর্যন্ত শুধু হিন্দি এবং ইংরাজি ভাষাতেই কেন্দ্রের পুলিশ নিয়োগের পরীক্ষা হত। ফলে অহিন্দিভাষীরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তেন। কারণ সবার পক্ষে ইংরাজিতে পরীক্ষা দেওয়ায় সম্ভব হত না।
[আরও পড়ুন: পুলওয়ামা কাণ্ডের জন্য দায়ী কেন্দ্রই, হেলিকপ্টার চেয়েও পাননি জওয়ানরা! বিস্ফোরক সত্যপাল মালিক]
এই সমস্যা মেটাতে বিভিন্ন রাজ্যের বহু স্বেচ্ছাসেবী সংগঠন স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানিয়ে আসছিলেন। কিছু কিছু সংগঠন পথে নেমেও আন্দোলন করেছে। তাৎপর্যপূর্ণভাবে খোদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই পরীক্ষা স্থানীয় ভাষায় নেওয়ার দাবিতে চিঠি লিখেছিলেন। সব মিলিয়ে চাপ বাড়ছিল স্বরাষ্ট্রমন্ত্রকের উপর। অবশেষে স্থানীয়দের দাবি মেনে নিলেন শাহ।
[আরও পড়ুন: বিচারপতিকে লেখা কুন্তলের চিঠি মামলা: অভিষেককে জেরার বিরোধিতায় দাখিল ক্যাভিয়েট]
শনিবার বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, হিন্দি ইংরাজি ছাড়াও ১৩টি ভাষায় দেওয়া যাবে কেন্দ্রের কনস্টেবল নিয়োগের পরীক্ষা। সেগুলি হল, বাংলা, অসমীয়া, গুজরাটি, মারাঠি, মালয়ালম, কন্নড়, তামিল, তেলেগু, ওড়িয়া, উর্দু, পঞ্জাবী, মণিপুরী এবং কোঙ্কনি। কেন্দ্রের এই ঘোষণার পর স্ট্যালিন টুইট করে অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন।