সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের গানে নাচছেন এক মহিলা। এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। দাবি করা হচ্ছিল, ভিডিওয় দৃশ্যমান মহিলা দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। পিটিআই ফ্যাক্ট চেক ডেস্কের তদন্তে ধরা পড়েছে এই ভাইরাল দাবি আসলে ভুয়ো। তদন্তে উঠে এসেছে ভাইরাল ভিডিওয় যে মহিলাকে দেখা গিয়েছে তিনি রেখা গুপ্ত নন। ইনস্টাগ্রাম ইউজার সঙ্গীতা মিশ্র।
দাবি
সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক ইউজার ২০ ফেব্রুয়ারি ভাইরাল ভিডিও শেয়ার করে দাবি করেন, ভিডিওয় যাঁকে নাচতে দেখা যাচ্ছে তিনিই দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। ভাইরাল ভিডিওয় লেখা হয়, 'এই সংঘীরাও খুঁজে খুঁজে আনে চিপ মিনিস্টার। রেখা রকড, পাবলিক শকড।'
তদন্ত
এমন দাবি যাচাই করে দেখতে ভিডিওর 'কি ফ্রেম'-এর স্ক্রিনশট নিয়ে গুগল লেন্সের মাধ্যমে রিভার্স ইমেজ সার্চ করে দেখা হয়। আর তা করতেই ভাইরাল ভিডিওর মতোই হুবহু এক ভিডিও সঙ্গীতা মিশ্র নামের এক ইনস্টাগ্রাম ইউজারের অ্যাকাউন্টে পাওয়া যায়। তিনি ১৭ ফেব্রুয়ারি, ২০২৫-এ ইনস্টাগ্রামে সেটি শেয়ার করেছিলেন। এরপর ডেস্ক ভাইরাল ভিডিও এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রাপ্ত ভিডিও দুটির তুলনা করে দেখতেই পরিষ্কার হয়ে যায় দুটি ভিডিওই এক। সঙ্গীতা মিশ্র অ্যাকাউন্ট খতিয়ে দেখতেই দেখা যায় এমন নানা ডান্স ভিডিও তিনি এর আগে শেয়ার করেছেন। নিজের প্রোফাইলে নিজেকে ডান্সার বলেই পরিচয় দিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম প্রোফাইলে দেওয়া তথ্যতেও সেই কথাই লেখা রয়েছে। সেই সঙ্গে ইউটিউবেও তিনি নিজের নাচের ভিডিও আপলোড করেছেন।
সিদ্ধান্ত
ভাইরাল ভিডিওয় দৃশ্যমান মহিলা রেখা গুপ্ত নন। উনি ইনস্টাগ্রাম ইউজার ও ডান্সার সঙ্গীতা মিশ্র।
(ফেক নিউজের বিরুদ্ধে লড়াইয়ে তৈরি হয়েছে শক্তি ইনিশিয়েটিভ। এই উদ্যোগের অংশ হিসেবে রেখা গুপ্তার ভিডিওর সত্যতা যাচাই করেছে সংবাদ সংস্থা পিটিআই।)
