shono
Advertisement

জাতীয় সংগীতের অবমাননায় অভিযুক্ত ফারুখ, ভাইরাল ভিডিও

কংগ্রেস নেত্রী অম্বিকা সোনি বলেছেন, “কী হয়েছে আমি জানি না৷ কিন্তু জাতীয় সংগীত বাজানো হলেই আমাদের উঠে দাঁড়ানো উচিত৷” The post জাতীয় সংগীতের অবমাননায় অভিযুক্ত ফারুখ, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 05:39 PM May 28, 2016Updated: 12:14 PM May 28, 2016

স্টাফ রিপোর্টার: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে এসে বিতর্কে জড়ালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা৷ জাতীয় সংগীতের অবমাননা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ তির্যক মন্তব্য আসতে শুরু করেছে নেটিজেনদের কাছ থেকেও৷

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে তখন জাতীয় সংগীত বাজানো হচ্ছে৷ এক মিনিটের ভিডিওটিতে দেখা গিয়েছে, মমতা-সহ তাঁর মন্ত্রিসভার সমস্ত সদস্য, উপস্থিত অভ্যাগতরা দাঁড়িয়ে ‘অ্যাটেনশন’-এর ভঙ্গিতে৷ আর, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলে চলেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ জাতীয় সংগীতের অবমাননা করায় প্রায় সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে যায়৷ একজন মন্তব্য করেন, “একজন জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক ফারুখ আবদুল্লা কীভাবে দেশ ও জাতীয় সংগীতকে অসম্মান করতে পারেন?” বাকিরা অধিকাংশই ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন৷ এ বিষয়ে কংগ্রেস নেত্রী অম্বিকা সোনি বলেছেন, “কী হয়েছে আমি জানি না৷ কিন্তু জাতীয় সংগীত বাজানো হলেই আমাদের উঠে দাঁড়ানো উচিত৷”

দেখুন সেই বিতর্কিত ভিডিও:

#CaughtOnCam Farooq Abdullah talking on phone during the national anthem at Mamata Banerjee’s oath taking ceremonyhttps://t.co/3kKSuQUhu5

— ANI (@ANI_news) May 27, 2016

The post জাতীয় সংগীতের অবমাননায় অভিযুক্ত ফারুখ, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement