shono
Advertisement

সন্ত্রাসের জবাব, সংঘর্ষবিরতি শেষে কাশ্মীরে নিকেশ ৪ জঙ্গি

বড়সড় সাফল্য সেনাবাহিনীর। The post সন্ত্রাসের জবাব, সংঘর্ষবিরতি শেষে কাশ্মীরে নিকেশ ৪ জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 01:58 PM Jun 18, 2018Updated: 02:28 PM Jun 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস দমনে সরকার অভিযান চালাবে এই ঘোষণার পর বড়সড় সাফল্য সেনাবাহিনীর। জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় চার জঙ্গিকে খতম করল সেনা। এখনও জারি অপারেশন।

Advertisement

[নৃশংস! গণধর্ষণ করে নাবালকের পশ্চাৎদেশে ঢোকানো হল রড]

রবিবার সকালেই রমজান মাসের সংঘর্ষবিরতি প্রত্যাহারের কথা জানিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তারপরই সোমবার সকালে জম্মু-কাশ্মীরের বান্দিপোরার এক জঙ্গলে শুরু হয় জঙ্গি নিকেশ অভিযান। একে একে চার জঙ্গি নিকেশ করে সেনাবাহিনী।

দিনকয়েক ধরেই একাধিক জঙ্গি কার্যকলাপের সাক্ষী উপত্যকা। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় জঙ্গিরা। অনন্তনাগের সাদোরা স্টেশনের কাছে সেনাবাহিনীর রাইফেল ছিনিয়ে নেওয়া হয়। ওইদিন পুলওয়ামায় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাতে দুজন পুলিশকর্মী ও এক নিরীহের মৃত্যু হয়।

[বিরোধী ঐক্যের ‘মধ্যমণি’ মমতাকে বার্তা পাঠাতে বঙ্গ-ভবনে আহমেদ প্যাটেল]

 

একের পর এক জঙ্গি কার্যকলাপের পরই রমজান মাসের সংঘর্ষবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। অস্ত্রবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তের পরই চার জঙ্গি নিকেশ নিঃসন্দেহে বড়সড় সাফল্য সেনাবাহিনীর।

The post সন্ত্রাসের জবাব, সংঘর্ষবিরতি শেষে কাশ্মীরে নিকেশ ৪ জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার