সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমে করোনার প্রথম বলি নিজামুদ্দিন ফেরত ব্যক্তি।বৃহস্পতিবার গভীর রাতে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় হাইলাকান্দি জেলার বাসিন্দা ষাটোর্ধ্ব আক্রান্তের। টুইটে এই খবরটি জানিয়েছেন অসমের স্বাস্থ্য তথা উপ-মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
[আরও পড়ুন: হ্যান্ড স্যানিটাইজার না পেয়ে বিক্ষোভ, রেল কর্তৃপক্ষের রোষের মুখে ৩৫ জন ট্র্যাকম্যান]
সূত্রের খবর, গত মার্চ মাসের গোড়ার দিকে মক্কা ভ্রমণে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেখান থেকে মুম্বই হয়ে দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের মারকাজে সস্ত্রীক যোগ দেন তিনি। তারপর অসমে ফিরলে করোনার উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে। এপ্রিলের ৭ তারিখ পরীক্ষায় ওই ব্যক্তির শরীরের করোনা ভাইরাস থাকার প্রমাণ মেলে। তারপর থেকেই শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এদিকে, ধুবরি জেলায় আরও এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। মারকাজে গিয়ে সংক্রমিত হওয়ায় এক ব্যক্তির থেকেই আক্রান্তের শরীরে এই ভাইরাস প্রবেশ করেছে বলে টুইট করে জানিয়েছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী। সব মিলিয়ে এপর্যন্ত অসমে ২৯ জন মানুষ মারণ করোনায় আক্রান্ত।
[আরও পড়ুন: বিদেশির মতো দেখতে, করোনা ছড়াতে পারেন! আতঙ্কে দুই মণিপুরী পড়ুয়াকে হেনস্তা]
The post অসমে করোনার প্রথম বলি, শিলচরে মৃত নিজামুদ্দিন ফেরত ব্যক্তি appeared first on Sangbad Pratidin.