সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লস্কর কমান্ডার আবু দুজানাকে নিকেশ করার পর জম্মু-কাশ্মীরে ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। বৃহস্পতিবার রাতে কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক হিজবুল জঙ্গিকে নিকেশ করলেন তাঁরা। তবে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের মাঝে পড়ে মারা গিয়েছেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিও। এছাড়া উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও প্রচুর গোলাবারুদ।
[ভারতীয় সেনার থেকে তথ্য পেতে মধুচক্রের ফাঁদ চিনের]
এদিন রাতে গোপন সূত্রে সেনার কাছে খবর আসে শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার দূরে অনন্তনাগের বিজবেহারার কানিবালে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপরই সময় নষ্ট না করে গোটা এলাকাটি ঘিরে ফেলেন সেনা জওয়ানরা। তারপরই জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। প্রায় দু’ঘণ্টা ধরে চলা গুলির লড়াইয়ের পর অন্ধকারের সুযোগ নিয়ে পালায় দুই জঙ্গি। তবে সেনার গুলিতে ঘটনাস্থলেই মারা যায় ইয়াওয়ার নামে স্থানীয় এক জঙ্গি। জানা গিয়েছে, মৃত জঙ্গি গত মাসেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুলে যোগদান করেছিল। এদিনের সংঘর্ষে আহত হয়েছেন এক জওয়ানও। তবে গুলি লাগলেও আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
[ঘুষ নেওয়ার অভিযোগ, সিবিআইয়ের জালে জিএসটি কাউন্সিলের সুপার]
এদিকে, সেনা ও জঙ্গিদের সংঘর্ষের মাঝে পড়ে মারা গিয়েছেন অজ্ঞাতপরিচয় এক মোটরবাইক আরোহী। শরীরে গুলির চিহ্ন দেখেই এমনটাই অনুমান নিরাপত্তা আধিকারিকদের। তবে গুলিতে গাড়ির নম্বর প্লেট নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ওই ব্যক্তির সঙ্গে কোনও পরিচয়পত্র না থাকায় তাঁর বাড়িতে খবর দেওয়া সম্ভব হয়নি। আপাতত মৃত ব্যক্তির ছবি প্রকাশ করে পরিচয় জানার চেষ্টা চলছে। এমনকী তাঁর সঙ্গে থাকা ফোন থেকেও কোনও সূত্র পাওয়া সম্ভব হয়নি। অন্যদিকে, মৃত হিজবুল জঙ্গি ইয়াওয়ারের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার পর যাতে অশান্তি না ছড়ায় সে কারণে ওই অঞ্চলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। মোতায়েন করা করা হয়েছে প্রচুর সেনা। পলাতক দুই জঙ্গির খোঁজে চলছে তল্লাশি।
[সেনার হাতে রাখি পরিয়ে কাশ্মীরে তেরঙ্গা ওড়ানোর স্বপ্ন এই কিশোরীর]
The post ফের সাফল্য সেনার, কাশ্মীরে সেনার গুলিতে খতম হিজবুল জঙ্গি appeared first on Sangbad Pratidin.
