আনলকের চতুর্থ দফাতেও দেশে বেলাগাম সংক্রমণ। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫২ লক্ষ ১৪ হাজার ৬৭৮ জন। মৃত্যু হয়েছে ৮৪ হাজার ৩৭২ জনের। রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ২১ হাজার ৯৬০ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,২৯৮ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ১১.১০: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং করোনা আক্রান্ত। টুইটে দুঃসংবাদ জানান তিনি।
রাত ১০.৪৯: বাড়ছে করোনা সংক্রমণ। দিল্লি, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ-সহ সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আগামী ২৩ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাত ১০.১৬: অসমে নতুন করে করোনা আক্রান্ত ২,৫৯৫ জন।
রাত ৯.২২: কেরলে আক্রান্ত আরও ৪ হাজার ৬৪৪ জন।
রাত ৯.১৮: কলকাতা মেডিক্যাল কলেজের পর নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। সরকারি স্তরে শনিবার থেকে রাজ্যের দ্বিতীয় মেডিক্যাল কলেজে শুরু হল প্লাজমা থেরাপি।
রাত ৯.১১: ঝাড়খণ্ডে করোনা আক্রান্ত আরও ১,২২২ জন।
রাত ৯.১০: হরিয়ানায় আক্রান্ত আরও ২,৬৯১ জন।
রাত ৮.৫৪: দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৪২ হাজার ৮৯৯ জন।
রাত ৮.২৬: রাজস্থানে নতুন করে আক্রান্ত ১ হাজার ৮৩৪ জন।
রাত ৮.১১: তামিলনাড়ুতে করোনা আক্রান্ত ৫ হাজার ৫৬৯ জন।
রাত ৮.০৩: পাঞ্জাবে করোনা আক্রান্ত ২ হাজার ৬৯৬ জন।
রাত ৮: বাংলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৩ হাজার ১৮৮ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের।
সন্ধে ৭.৫৮: উত্তরাখণ্ডে করোনা আক্রান্ত ২ হাজার ৭৮ জন।
সন্ধে ৭.৪৬: কর্ণাটকে আক্রান্ত আরও ৮ হাজার ৩৬৪ জন।
সন্ধে ৭.৩৬: আগামী ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ফের সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত সিকিম সরকারের।
সন্ধে ৭.২৪: মণিপুরে আক্রান্ত আরও ১১৭ জন।
সন্ধে ৭.১৩: মধ্যপ্রদেশে আক্রান্ত ২ হাজার ৬০৭ জন।
সন্ধে ৬.৫৭: অন্ধ্রপ্রদেশে আক্রান্ত আরও ৮ হাজার ২১৮ জন।
সন্ধে ৬.৪৭: জম্মু ও কাশ্মীরে আক্রান্ত আরও ১ হাজার ৪৯২ জন।
সন্ধে ৬.৪৪: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ডিপিএলের এমডি আশিস সাহা। শনিবার বিকালে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। প্রায় দিন পনেরো ধরে তিনি ভর্তি ছিলেন ওই হাসপাতালে। সিইএসসি থেকে অবসরের পর যোগ দেন সরকারি সংস্থা ডিপিএলে। তার মৃত্যুতে শোকের ছায়া সমগ্র দুর্গাপুর জুড়েই।
সন্ধে ৬.০০: লকডাউনের মধ্যেও চলেছে উন্নয়নের কাজ। স্বাক্ষরিত হয়েছে ৪২ টি মউ। নতুন তিনটি প্রকল্প চালু করেছে সরকার। জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
বিকেল ৫.৩৭: ত্রিপুরায় করোনা আক্রান্ত আরও ৫৩৫ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।
বিকেল ৫.১৮: অন্ধ্রপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত ৮ হাজার ২১৮ জন।
বিকেল ৪.৪৮: আগামী সপ্তাহে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে চলেছে।
বিকেল ৪.০০: কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত।
দুপুর ৩.১০: লকডাউনের সময় শ্রমিক স্পেশাল ট্রেনে ৯৭ জন পরিযায়ীর মৃত্যু হয়েছে। সংসদে জানাল কেন্দ্র।
দুপুর ২.৫৯: স্পেনের রাজধানী মাদ্রিদে বাড়ছে সংক্রমণ। কিছু জায়গায় ফের লকডাউন জারি মাদ্রিদ প্রশাসনের।
দুপুর ২.২৪: সিকিমের তিন মন্ত্রী ও দুই বিধায়ক করোনা আক্রান্ত।
দুপুর ২.১৮: রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৬ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন।
দুপুর ২.১২: কলম্বিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লক্ষ ছাড়িয়ে গেল।
দুপুর ২: নতুন করে করোনার ধাক্কা ইংল্যান্ডে। ফের বিধিনিষেধ কড়াকড়ির কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সপ্তাহান্তে তার পরিকল্পনা করলেন তিনি।
দুপুর ১.৫০: দিল্লির সংখ্যালঘু কমিশনের এক সদস্যর করোনায় মৃত্যু হল।
দুপুর ১.৩৭: রাজ্যসভায় পাস হল সংশোধিত মহামারী আইন, ২০২০ বিল।
দুপুর ১.০০: অন্ধ্রপ্রদেশে চালু হল বাস পরিষেবা।
বেলা ১২.২৪: চেন্নাই সুপার কিংসের বিপদ কাটল অবশেষে। ওপেনার ঋতুরাজ করোনা মুক্ত। শনিবার তাঁর রিপোর্ট নেগেটিভ আসে।
সকাল ১১.৫০: দিল্লিতে গোষ্ঠী সংক্রমণ হয়েছে। এটা স্বীকার করে নিক কেন্দ্র। দাবি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের।
সকাল ১১.১৯: মহামারীর কোপে এ পর্যন্ত দেশে ৩৩৬ জন রেল কর্মীর মৃত্যু হয়েছে। আক্রান্ত ১৪ হাজারের বেশি। জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
সকাল ১১.০০: মহামারীর কোপে মিলছে না ফি, দেশজুড়ে ‘বিক্রির’ পথে এক হাজার স্কুল! সাম্প্রতিক এক সমীক্ষায় এমনটাই দাবি করা হয়েছে।
সকাল ১০.৪৫: গত ২৪ ঘণ্টায় রাজস্থানে করেনা আক্রান্ত ৮১৩ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।
সকাল ৯.৪৭: গত ২৪ ঘণ্টায় দেশে ৮ লক্ষ ৮১ হাজার ৯১১ টি নমুনা পরীক্ষা হয়েছে।
সকাল ৯.২৭: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৯৩ হাজার ৩৩৭ জন। মৃত্যু হয়েছে ১,২৪৭ জনের।
>
সকাল ৮.২৫: দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে আশার আলো করোনায় সুস্থতার হার।করোনা জয়ের নিরিখে আমেরিকাকেও টপকে গলে ভারত। ট্রাম্পের দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লক্ষ ৯১ হাজার ৮৯৪ জন। সেখানে ভারতে সুস্থ হয়েছেন ৪২ লক্ষ ৮ হাজার ৪৩২ জন।
সকাল ৮.১৬: অস্ট্রেলিয়ায় সামান্য কমছে সংক্রমণ। সে দেশের হটস্পটগুলিতে দৈনিক সংক্রমণ কমেছে।
সকাল ৮.০৯: কানাডার বিরোধী দলনেতা এরিন ও টুলে করোনা আক্রান্ত।
সকাল ৮.০৫: করোনা ভাইরাস পরীক্ষা সংক্রান্ত গাইডলাইনসে বদল আনল ট্রাম্প প্রশাসন। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, যাঁরা অন্যদের সঙ্গে মেলামেশা করছেন, তাঁদের উপসর্গ না থাকলে করোনা পরীক্ষা করাতে হবে।
সকাল ৮.০০: গুজরাটে রাজকোট সিভিল করোনা হাসপাতালে কর্মীদের হাতে প্রহৃত রোগীর মৃত্যু হল।
The post করোনা আক্রান্ত ছত্তিশগড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং appeared first on Sangbad Pratidin.