shono
Advertisement
Delhi

হুড়মুড়িয়ে ভাঙল চারতলা বাড়ি, আটকে কম করে ১২, আতঙ্ক দিল্লিতে

চলছে উদ্ধারকার্য।
Published By: Subhankar PatraPosted: 10:52 AM Jul 12, 2025Updated: 11:06 AM Jul 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজধানীতে আতঙ্ক! শনিবার সকাল ৭টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি। ভগ্নস্তূপের তলায় কম করে ১২ জনের আটকে থাকার আশঙ্কা। উদ্ধার কার্য শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির সীলমপুরে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটিতে ১২ জন থাকেন। তাঁদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছে। তবে দুর্ঘটনার সময় কতজন ছিলেন তা জানা যায়নি। ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল। এনডিআরএফের দল। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। ইট-সিমেন্টের স্তূপ থেকে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তাঁদের হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের উদ্ধার করার চেষ্টা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বাড়িটি ভেঙে পড়তে পারে এই রকম আভাস পাওয়া যায়নি। কার্যত হঠাৎই ব্রজপাতের মতো ধসে পড়ে চারতলা নির্মাণটি। স্থানীয় এক বাসিন্দা বলেন, "সকালে বিকট শব্দ শুনতে পাই। বাড়ি থেকে বেরিয়ে দেখি বাড়িটি ভেঙে পড়েছে। ভিতর থেকে চিৎকারের শব্দ পাই। এলাকার সবাই ছুটে আসে। প্রশাসনকে খবর দিয়ে উদ্ধারকার্য শুরু করি আমরা।"

বাড়িটি কী কারণে ভেঙে পড়ল তার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কাঠামোগত দুর্বলতার জন্য চারতলা বাড়িটি ভেঙে পড়েছে। এখনও উদ্ধার কার্য চলছে। বাকিদেরও জীবিত অবস্থায় উদ্ধার করা হবে বলে আশাবাদী পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের রাজধানীতে আতঙ্ক! শনিবার সকাল ৭টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি।
  • ভগ্নস্তূপের তলায় কম করে ১২ জনের আটকে থাকার আশঙ্কা।
  • উদ্ধার কার্য শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির সীলমপুরে।
Advertisement