shono
Advertisement
Tatkal Ticket

সাড়ে ৩০০ খসালেই মিলছে আধার তথ্য, রেলের তৎকালে টিকিটে ফের জালিয়াত চক্র

টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রযুক্তির সাহায্যেই চলছে দেদার জালিয়াতি!
Published By: Sucheta SenguptaPosted: 12:08 PM Jul 07, 2025Updated: 12:11 PM Jul 07, 2025

সুব্রত বিশ্বাস: ১ জুলাই থেকে বদলে গিয়েছে তৎকাল টিকিট কাটার নিয়ম। নয়া নিয়ম অনুযায়ী, আধার নম্বর ভেরিফিকেশন ছাড়া কাটা যাবে না তৎকাল টিকিট। তবে নিয়ম বদলের শুরুতেই জালিয়াতির রাস্তা তৈরি হল বলে অভিযোগ উঠেছে। অনলাইনে দেদার বিকোচ্ছে আধার নম্বর। সেই নম্বর বসিয়ে বিনা বাধায় কেটে নেওয়া হচ্ছে এখনকার তৎকাল টিকিট। মূলত এজেন্টরাই এই আধার আইডি কিনে তৎকাল টিকিট বুক করছেন বলে জানা গিয়েছে। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে চক্র সক্রিয় বলে অভিযোগ।

Advertisement

রেল সূত্রে খবর, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে রীতিমতো বিক্রি হচ্ছে আধার নম্বর। টাকা দিলেই পাওয়া যাচ্ছে আধার সংক্রান্ত সমস্ত তথ্য। ইতিমধ্যেই ৪০টিরও বেশি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের খোঁজ পাওয়া গিয়েছে। অনলাইনেও ব্ল্যাক মার্কেটিং চলছে এই টিকিটের। যাত্রীরা জানাচ্ছেন, দু-একদিন তৎকালে টিকিট মিললেও এখন সেই আগের সমস্যা দেখা দিচ্ছে। পূর্ব রেলের আরপিএফের আইজি অমিয়নন্দন সিনহা বলেছেন, ''এ ধরনের অভিযোগ এখনও আমাদের কাছে আসেনি। তবে আধার জালিয়াতি নতুন বিষয় নয়, সেটা সংশ্লিষ্ট বিভাগ দেখবে নিশ্চয়। আমাদের তথ্যপ্রযুক্তি বিভাগ নজর রাখবে এই বিষয়ের উপর।''

সম্প্রতি রেল মন্ত্রকের তরফে নতুন নিয়ম আনা হয়েছে যেখানে বলা হয়েছে আইআরসিটিসি-র ওয়েবসাইট বা অ্যাপ থেকে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে আধার কার্ড নম্বর দিতে হবে। ব্যবস্থা চালু হতে ১ জুলাই থেকেই দেখা যাচ্ছে, এই সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে যেমন আধার নম্বর বিক্রি হচ্ছে, তেমনই আইআরসিটিসি-র আইডিও বিক্রি হচ্ছে। আধার ভেরিফায়েড আইআরসিটিসি-র আইডি কিনতে খরচ পড়ছে ৩৫০-৩৬০ টাকা। এই আইডি কিনে অ্যাকাউন্টে লগ ইন করলেই ওটিপি দিয়ে তৎকাল টিকিট কেটে ফেলা যাচ্ছে সহজেই।

পাশাপাশি ফাস্ট তৎকাল বুকিং নামে একটা সফটওয়্যারও তৈরি করে নিয়েছে জালিয়াতরা। যেখানে 'বট' নিজে থেকেই ব্রাউজারে যাবতীয় তথ্য পূরণ করে দিচ্ছে। এরপর এক ক্লিকেই টিকিট বুক হয়ে যাচ্ছে। এই বট সফটওয়্যারের দাম ৯৯৯ টাকা থেকে ৫০০০ টাকা। অর্থাৎ টিকিট বুকিং এজেন্টরা যদি একবার এই বট কিনে নেন, তাহলে নিমেষে তৎকাল টিকিট কেটে ফেলতে পারবেন খুব সহজে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিয়ম বদলের পরও রেলের তৎকাল টিকিট বুকিংয়ে দেদার জালিয়াতি!
  • সাড়ে ৩০০ টাকা দিলেই মিলছে আধারের তথ্য, তা নিয়ে এজেন্টরা টিকিট বুক করছেন বলে অভিযোগ।
  • যদিও অভিযোগ অস্বীকার করে রেল জানিয়েছে, সবদিক নজরে রাখা হচ্ছে।
Advertisement