shono
Advertisement

Breaking News

‘ষড়যন্ত্র’ সত্যি হলে ‘বিপর্যয়ে’ পড়ত দেশ, হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে দাবি আদানির

এই অভিজ্ঞতা আরও শক্তিশালী করবে সংস্থাকে, দাবি গৌতম আদানির।
Posted: 04:31 PM Jan 25, 2024Updated: 05:00 PM Jan 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক এক বছর আগে আমেরিকার শেয়ার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) রিপোর্টে হইচই পড়ে গিয়েছিল ভারত-সহ গোটা বিশ্বে। ওই রিপোর্টে ‘মোদি ঘনিষ্ঠ’ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপি করে শেয়ার বাড়ানোর অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার ‘টাইমস অফ ইন্ডিয়া’য় লেখা নিবন্ধে ওই অভিযোগের ‘জবাব’ দিলেন সংস্থার কর্তা গৌতম আদানি (Gautam Adani)। তাঁর দাবি, ‘বিদেশি শত্রু’র মিথ্যে অভিযোগের বিপর্যয়ের মুখে পড়ত দেশ।

Advertisement

হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসতেই বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধে তোপ দেগেছিল কংগ্রেস-সহ বিরোধী দলগুলো। এমনকী মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে। যদিও চলতি মাসেই ‘সেবি’র অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে আদানি গোষ্ঠীর পক্ষে রায় দেয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ। এই বিষয়ে নতুন করে ‘সিট’ গঠনের আবেদন নাকচ করে দেয় আদালত।

 

[আরও পড়ুন: অবসর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ‘প্রত্যাবর্তন’, কী বলছেন মেরি কম?]

ওই নিবন্ধে আদানি দাবি করেছেন, তাঁর সংস্থার বিরুদ্ধে মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগ নতুন ঘটনা নয়। অতীতেও ঘটেছে। সেই কারণেই অভিযোগ নিয়ে দেশে শোরগোল শুরু হলেও তিনি উদ্বিগ্ন হননি। ধনকুবের ব্যবসায়ী আরও জানান, এবারে ব্যবসার বাজারের পাশাপাশি রাজনৈতিক পরিসরেও তাঁকে আক্রমণ করা হয়েছে।

 

[আরও পড়ুন: ১৫ দিনের মধ্যে করতে হবে আত্মসমর্পণ, জামিন পেয়েও অস্বস্তি কাটল না নিশীথের]

বিরোধী রাজনৈতিক দলগুলির আক্রমণের প্রসঙ্গের পাশাপাশি সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন আদানি। তাঁর দাবি, কিছু ব্যক্তির প্ররোচনায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রচার চলেছে। এশিয়ার অন্যতম ধনী ব্যবসায়ীর দাবি, ওই প্রচারের জেরে শেয়ার বাজারে প্রভাব পড়ে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাঁদের সঞ্জয় হারান। যদিও শেষ পর্যন্ত শত্রদের ছক বানচাল হয়েছে। এর ফলেই আদানি গোষ্ঠীর সমস্ত শিল্প ক্ষেত্রেগুলিতে প্রভাব পড়েন। আদানি আর বলেন, ষড়যন্ত্রকারীরা হেরে যাওয়ায় বিপর্যের মধ্যে পড়েনি দেশ। যেহেতু পরিকাঠামো, সমুদ্রবন্দর এবং বিমানবন্দর পরিচালনা করে এই শিল্প সংস্থা। নিবন্ধের অন্তিম অংশ আদানি লেখেন, “আমি এই বিভ্রান্তির মধ্যে নেই যে এই ধরনের আক্রমণ ভবিষ্যতে হবে না। তবে বিশ্বাস করি, এই অভিজ্ঞতা থেকে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। ভারতের আর্থিক বৃদ্ধি তথা উন্নয়নের গল্পে আমাদের নম্র অবদান অব্যাহত থাকবে। আমাদের সংকল্প আরও অটুট রয়েছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement