রাস্তায় ট্রাফিক সিগন্যালে গোলাপ বিক্রি করছিল মেয়েটি। সেখান থেকে তাকে প্রথমে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর ধর্ষণ! পরে একটি জঙ্গলের পাশে ফেলে রেখে আসা হয় অচৈতন্য অবস্থায়। দিল্লিতে বছর এগারোর সেই বালিকাকে ধর্ষণের অভিযোগে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, এলাকার অন্তত ৩০০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত রিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম দুর্গেশ। বয়স চল্লিশের কাছাকাছি। গত ১১ জানুয়ারি মধ্যদিল্লির প্রসাদনগর এলাকায় ঘটনাটি ঘটে। ট্রাফিক সিগন্যালে এক যাত্রীকে নামাচ্ছিলেন দুর্গেশ। সেই সময় তাঁর কাছে গোলাপ বিক্রি করতে গিয়েছিল ওই বালিকা। অভিযোগ, দুর্গেশ সমস্ত গোলাপ বিক্রির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাকে গাড়িতে বসায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এর পর দুর্গেশ ওই বালিকাকে একটি জঙ্গলের কাছে নিয়ে প্রথমে ধর্ষণ করেন। তার পর তাকে সেখানে ফেলে রেখেই পালিয়ে যান। পরে জ্ঞান ফিরলে সে বাড়ি ফেরে এবং পরিবারকে জানায়। তার পরেই পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা দায়ের হয়েছে। এক পুলিশ অফিসার বলেন, "অন্তত ১৫টি রাস্তার ৩০০টি সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখা হয়েছিল। গাড়িটির নম্বর পাওয়ার পর সেটিকে শনাক্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতার চিকিৎসা চলছে। তদন্তও চলছে।"
